গগনচুম্বী সফলতা থাকা স্বত্তেও নেই কোনও অহংকার, মাথায় গামচা বেঁধেই ঘুরে বেড়ালেন গায়ক অরিজিৎ সিং

বলিউডের তারকাদের মধ্যে সবথেকে নম্র ও মাটিতে পা রেখে চলেন এমন গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং ( Arijit Singh )। তার মত সরল ও আন্তরিক মনের মানুষ খুবই কম পাওয়া যায়। তিনি বরাবর এমন স্বভাবেরই ছিলেন। গায়ক অরিজিৎ সিং ( Arijit Singh ) এর দেশজোড়া খ্যাতি থাকার পরেও বিন্দুমাত্র অহংকার নেই এই অভিনেতার মধ্যে। অরিজিৎ সিং’কে চেনে না এমন মানুষ খুব কম আছে। ছেলে থেকে বুড়ো প্রায়ই সকলের মুখে মুখেই বাজে অরিজিতের গান। প্রেমের গান থেকে শুরু করে বিরহের গান সব রকমের গানেই ঠোঁট মিলিয়েছেন এই সুমধুর কণ্ঠধারী গায়ক। গানের জন্য পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। আকাশচুম্বী সফলতা থাকা স্বত্তেও নিজের জায়গা থেকে কখনও সরে দাঁড়াননি এই মানুষটি। সম্প্রতি বেশ কিছুদিন আগেই ভাইরাল হয়েছে অরিজিৎ সিং এর একটি ভিডিও। যেখানে অভিনেতাকে দেখা যাচ্ছে মাথায় গামছা বেঁধে মুখে মাস্ক পড়ে নিজের গ্রামের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। অরিজিৎ সিং’কে ( Arijit Singh ) এর আগেও ভাইরাল হতে গেছে তার সাধারন জীবন জাপনের জন্য। সে সময় ভাইরাল হয়েছিলেন নিজের বাড়িতে বসে তিনি ভাগ্নির সাথে গান করছিলেন।

আরও পড়ুন………এবার মহিলাদের আইপিএল, সৌরভ গাঙ্গুলির ইঙ্গিতে খুশি মহিলা ক্রিকেটাররা

Arijit Singh
Arijit Singh

অরিজিৎ সিং ব্যাক্তিগত জীবনেও বেশ সাধাসিধে ও একেবারে সাদা কালো। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা আনাগোনা নেই এই তারকার। সমস্ত লাইম লাইটের আলো থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন এই মানুষটি। অরিজিৎ এর গানে মুগ্ধ সারা ভারত। তার গানে আলোড়িত হয়ে ওঠে না এমন দর্শক অনেক কম আছে। বহু সিনেমায় গান করেছেন অরিজিৎ। কোনও সিনেমায় অরিজিৎ এর গান আছে মানেই সিনেমা হিট। তার পথচলা শুরু হয়েছিল গুরুকুল নামক একটি হিন্দি রিয়েলিটি শো এর হাত ধরে। অবশ্য সেই শো’র হাত ধরে বিন্দুমাত্র জনপ্রিয়তা বা জয় পাননি এই গায়ক। অরিজিৎ সিং প্রথম পরিচিতি লাভ করে মূলত আশিকি সিনেমায় গানের মাধ্যমে। এই সিনেমায় গাওয়া অরিজিতের প্রতিটি গান এতটাই হিট হয়েছিল যে, সে সময় অন্য সকল গায়কদের পিছনে ফেলে একেবারে সামনের সারিতে চলে আসেন অরিজিৎ। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন………প্রথম ছবির জন্য কোমর বাঁধছেন স্টারকিডরা, সুহানা ও খুশির লুক ফাঁস নেটদুনিয়ায়

উল্লেখ্য অরিজিৎ এমন একজন গায়ক যার জপ্রিয়তা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অরিজিতের গানের ভিউস সবচেয়ে বেশি থাকে। ভারতের অন্যতম সফল গায়কদের মধ্যে অরিজিৎ সিং প্রধান বলে বিবেচনা করা হয়। তাও তিনি এমনই একজন মানুষ যিনি নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটুও উপরে ওঠার কথা ভাবেননি, সাধারনের মধ্যে মাটির মানুষের মত মিশে যাওয়াই তার প্রকৃত স্বভাব।




Leave a Reply

Back to top button