বক্স অফিস কাঁপাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, এপিক ব্লকবাস্টার হিট সঙ্গে আয় ২০৭ কোটি

সারা দেশ জুড়ে বিতর্ক উঠেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files ) নিয়ে। ছবির মুক্তির দিন থেকেই আলোচনার কেন্দ্রেবিন্দুতে রয়েছে ছবিটি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে এই সিনেমাটি নিয়ে এত তর্ক বিতর্ক আর আলোচনার ঝড় উঠেছে যে সবার মুখে মুখে ঘুরছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files )। কাশ্মীরের উপেখিত পণ্ডিত ও তাদের উপর হওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে কথা বলবে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে প্রথম থেকেই এত বিতর্ক ছিল বিশেষ করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক চাপান উতর সিনেমাটিকে ( The Kashmir Files ) সত্যিই আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত করে। সম্প্রতি এই সিনেমাটি আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে কারণ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files ) এর বক্স অফিস সাফল্য সত্যিই নজরকাড়ার মত। এই নিয়ে চলচ্চিত্রটি আয় করে ২০৭ কোটি টাকা। বক্স অফিসে নজরকাড়া সাফল্য নিয়ে এসছে সিনেমাটি। অন্য সব প্রতিদ্বন্দ্বী সিনেমাকে পিছনে ফেলে সামনের সারিতে অবস্তান করছে কাশ্মীরের কাহিনী।

আরও পড়ুন………এক যুগের অবসান, অধিনায়ক ধোনি-‌বিরাটকে দেখা যাবে না আইপিএল-‌‌এ

প্রসঙ্গত ট্রেড এনালিস্টের তরণ আদর্শ এদিন এই ছবির বিরাট অঙ্কের সাফল্য নিয়ে টুইট করেন। তিনি ছবিটিকে এপিক ব্লকবাস্টার বলে বিবেচনা করেছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় কবে ছবিটি তারা দেখবে। হলে উপচে পড়া ভিড় দেখেই আন্দাজ করা যায় যে, কাশ্মীরি পণ্ডিতদের সাথে হওয়া অন্যায় ও অত্যাচারের কথা সকলে জানতে চায়। দর্শক জানতে চায় আজ থেকে ত্রিশ বছর আগে কি হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে। অনেকেই ছবিটি দেখে টুইট করেছেন অসাধারণ ও অনবদ্য চিত্রনাট্য। এরকম চিত্রনাট্য ভাবা সত্যিই কঠিন। শুধু তাই নয় প্রশ্ন উঠছে কেন এই গল্প তথা বাস্তব ঘটনাগুলি আগে আমাদের সামনে তুলে ধরা হল না। ছবির পরিচালক নিজেও জানান যে, তিনি আশাবাদী ছিলেন যে, এই সিনেমা অনেক প্রশ্নের দ্বার উন্মোচন করে দেবে।

The Kashmir Files
The Kashmir Files

আরও পড়ুন…………শেষ শুটিং স্ত্রীর সাথেই, ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য

এদিকে এই ছবি মুক্তির পর পর চিন্তায় পড়ে গিয়েছে অন্যান্য ছবির নির্মাতারা। কারণ এই মুহূর্তে একই সাথে হলে আছে ‘আরআরআর’ সিনেমাটি। মূলত বেশ ভালো রকমের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে বাকি সিনেমাগুলোকে। শেষ কথা বরাবর দর্শকই বলবে। এখন দেখার পালা কাশ্মীরের গল্প বক্স সাফল্য আরও কতদূর নিয়ে যায়।




Leave a Reply

Back to top button