আচমকা বদলে গেলেন হানি সিং, ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া

বলিউডের তাবড় তাবড় গায়কদের মধ্যে যার নাম এক নম্বরে তিনি আর কেউ নন হানি সিং ( Honey Singh )। বলিউডে অত্যান্ত নামজাদা র্যাপার হলেন হানি সিং। তিনি কাজ করেননি এমন কোনও অভিনেতা বা মিউজিক ডিরেক্টর ইন্ডাস্ট্রিতে নেই। অনেক অল্প বয়সে নিজের ক্যারিয়ার শুরু করেছিল হানি। বলিউডে এসেছিল কোনও রকম গডফাদার ছাড়াই। ক্যারিয়ারের প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছিল এই সুরকারকে। তবে সময়ের সাথে সাথে নিজের প্রতিভাকে বিকশিত করার মধ্যে দিয়ে তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেন। শুধু তাই নয় বলিউডে তার জনপ্রিয়তা অন্য গায়কদের তুলনায় অনেক বেশি। দর্শক হানি ভাই বলেত পাগল। সামাজিক মাধ্যমেও তার ( Honey Singh ) রয়েছে বিশাল ফ্যান ফলোয়ার। বলিউডের এমন কোনও সেলিব্রেটি নেই যাদের সঙ্গে তিনি মঞ্চ ভাগাভাগি করেননি। বলিউডে নিজেকে প্রমাণ করতে এসেছিলেন তিনি, সেই কাজে তিনি চূড়ান্ত সফলতাও অর্জন করেন। তবে মাঝখানে তিনি অনেক দিন পর্দায় ধরা দেননি। সম্প্রতি হানি সিংকে নিয়ে আবারও মাতামাতি শুরু হয়েছে। আসলে দীর্ঘদিন বাদে এই সুরকার নিজের ( Honey Singh ) একটি নয়া লুক প্রকাশ্যে এনেছেন। যা দেখে তাজ্জব নেটপাড়া।
আরও পড়ুন…………মিতালি-ঝুলনদের বিদায় ঘন্টা বাজল বলে! মহিলা বিশ্বকাপে হারে শুরু কাটাছেঁড়া

প্রসঙ্গত হানি ভাইয়ের নয়া লুকে দেখা যাচ্ছে চোখে কালো চশমা সাথে বিশালাকার বাইসেপস। সম্পূর্ণ ভোল বদলে প্রকাশ্যে এলেন এই গায়ক। ব্যস ছবি প্রকাশ্যে আসতেই যায় কোথায়! মুহূর্তের মধ্যে ভাইরাল অভিনেতার এই লুক। ছবির নীচে কমেন্টের বন্যা। অনেকেই লিখেছেন, ওয়েলকাম ব্যাক হানি ভাই, কেউ আবার লিখেছেন নয়া লুকে ফাটাফাটি, আবার অনেক ভক্তরা লিখেছেন নয়া প্রজেক্টের জন্য আগাম শুভেচ্ছা। শুধু নেট নাগরিকরাই নয় সেই সাথে বলি তারকারাও হানি সিং এর নয়া প্রত্যাবর্তন খুব খুশি । বলা বাহুল্য যে, হানি সিং কেবলমাত্র একজন গায়ক , র্যাপার বা সিঙ্গারই নন সেই সাথে তিনি একজন অভিনেতাও বটে। কিং খান শাহরুখের সাথেও তিনি অভিনয় করেছেন।
আরও পড়ুন…………আশ্চর্যজনক মহিলা সাবা আজাদ, হৃতিক রোশনের প্রেমে হাবুডুবু সাবা
উল্লেখ্য হানি সিং এর আগেও বহুবার ক্যারিয়ার থেকে কর্মবিরতি নিয়ে পুনরায় ফিরে এসেছিলেন নয়া চমক নিয়ে। এবারেও তার বিপরীত হয়নি। তবে এবারের চমক অনেক আলাদা। দীর্ঘদিন লাইম লাইটের আড়ালে থেকে নয়া অবতারে প্রত্যাবর্তন সত্যিই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। অনুরাগীরাও বেশ কিছুদিন যাবৎ অনুরোধ জানাচ্ছেন এই গায়ককে আবারও নয়া গানে মনোরঞ্জন করার জন্য। এখন অপেক্ষা দেখা যাক হানি ( Honey Singh ) ভাইয়ের এই নয়া লুক কি ইঙ্গিত দিচ্ছে।