এবার বাংলা কাঁপাবে ওপার বাংলার মিথিলা! ‘Montu Pilot’এ বাদ সোলাঙ্কি, মুখ্য চরিত্রে সৃজিত পত্নী

বিনোদন জগতে এখন ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। দর্শকদের কাছে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা ও জনপ্রিয়তা আকাশছোঁয়া। বাজারে কত রকমের ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে। সেরকমই বাংলার সবথেকে জনপ্রিয় ওয়েভ প্ল্যাটফর্ম হল ‘হইচই’। বাংলার সবথেকে জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম এটি। বিনোদনের জগতের এক বিশাল খোরাক হল ওটিটি প্ল্যাটফর্ম। বাংলার জনপ্রিয় এই ওয়েব প্ল্যাটফর্মটি এতটাই জনপ্রিয় যে এই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সমস্ত ওয়েব সিরিজই বেশ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

প্রসঙ্গত বাংলায় ‘হইচই’ এর সেভাবে কোনও ওয়েব প্ল্যাটফর্ম ছিল না। বাংলায় প্রথম ওয়েব প্ল্যাটফর্ম হিসেবে ‘হইচই’ আত্মপ্রকাশ করে। আগে একটা সিনেমা দেখতে সপ্তাহভর অপেক্ষা করতে হত, টিভিতে ধারাবাহিকগুলো দেখার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হত এখন ওয়েবের দৌলতে সেই ঝামেলা নেই। যখন মন চায় তখনই বসে সিনেমা বা ধারাবাহিক দেখে নেওয়া যেতে পারে। সময়ের পরিবর্তনকে মান্যতা দিয়ে অনেক এগিয়ে গেছে বিনোদনের পরিষেবা।

 Montu Pilot 2
Montu Pilot 2

আরও পড়ুন………অপুকে তুড়ি মেরে জায়গা দখল ‘উড়ন তুবড়ি’র! এবার কার কপালে নাচছে শনি?

‘হইচই’ এর কথা উঠলেই বলতে হয় যে এই প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে একটি হল ‘Montu pilot’। এই সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ওয়েবের টিআরপি রেটিং এ বহুদূর এগিয়ে গিয়েছিল এই সিরিজটি। দর্শকদের মধ্যে এই সিরিজটি ( Montu Pilot 2 ) নিয়ে উৎসাহ ও উত্তেজনার কমতি নেই। এই ওয়েব সিরিজটি এতটাই স্বাধীনভাবে নির্মিত যে দর্শকদের আজও চোখে লেগে আছে ‘Montu pilot’ এর প্রতিটি দৃশ্য ও ডায়ালগ। ২০১৯ সালে এই সিরিজটি আরম্ভ হয়, আজও চলছে।

 Montu Pilot 2
Montu Pilot 2

এই সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল টলিউডের অন্যতম গুনী ও উঠতি তারকা সোলাঙ্কি ও সৌরভ। এই দুই তারকার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এই সিরিজের হাত ধরেই সৌরভ নতুনভাবে পরিচিতি পায়। সে সময় সৌরভের জনপ্রিয়তা তুঙ্গে উঠে। আর সোলাঙ্কিও নিজের অভিনয় দক্ষতার গুণে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আরও পড়ুন………বড় পর্দা ওয়েব পর্দা ঘুরে সেই সিরিয়ালই ভরসা! ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে হাজির অলিভিয়া

বলে রাখা ভালো যে, টলিউডের ব্যস্ততম এই অভিনেত্রী কাজের চাপে সময় দিতে পারছেন না। বর্তমানে তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে। টাই এই মুহূর্তে তিনি ‘Montu pilot’ এর যৌনকর্মীর চরিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন। এই চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী ও সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি হৈ চৈ থেকে অফিসিয়ালি তার ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়।




Leave a Reply

Back to top button