‘আমি তুবড়ি একবার জ্বললে সহজে নিবিনা’, অভিনব ডায়ালগে পর্দা কাঁপাচ্ছেন ‘উড়ন তুবড়ি’র সোহিনী ব্যানার্জি

বাঙালির বিনোদনের অন্যতম আসর হল সিরিয়াল। বিকেল হতেই বাঙ্গালির ড্রয়িংরুমে হাজির হয় টেলিভিশন পর্দার তারকারা। বিনোদনের কথা এলে বাংলার সবথেকে বড় ও জনপ্রিয় চ্যানেল জি বাংলার কথা আসবে না এমনটা হতেই পারে না। জনপ্রিয় মেগা ধারাবাহিকের জন্য দর্শকদের কাছে খুবই প্রিয় ও গ্রহণযোগ্য চ্যানেলটি। প্রতিযোগী অন্যান্য চ্যানেলের থেকে জনপ্রিয়তার দিক থেকে সর্বদা এগিয়ে জি বাংলা।
জি বাংলার ( Zee Bangla ) অনুগামীরা ইতিমধ্যেই জানতে পেরেছে যে, জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ শেষ হয়ে গিয়েছে। আর এই ধারাবাহিকের পরিবর্তে আসতে চলেছে ‘উড়ন তুবড়ি’। চ্যানেল ও ধারাবাহিক নির্মাতাদের তরফ থেকে যে টিজারটি সামনে আনা হয়েছিল তা দর্শক ও অনুরাগীদের বেশ প্রশংসা পেয়েছে। মা ও দুই মেয়ের জীবনী সংগ্রাম নিয়েই এগিয়ে যাবে গল্পের পটভূমি।

আরও পড়ুন………খাদ্যের অভাবে লঙ্কা ছেড়ে ভারতে, রইল দু’বছরে শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ
ইতিমধ্যেই যে কটা পর্ব সম্প্রচারিত হয়েছে সবগুলোই দর্শকদের নজরে ভালো ফল পেয়েছে। কিভাবে চপ বিক্রি করে একজন একা মহিলা যার স্বামী নিজেরই ছোট বোনের সঙ্গে সম্পর্কে জড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে দুই মেয়েকে মানুষ করার গল্প দেখাবে ‘উড়ন তুবড়ি’ ( Uron Tubri )। ধারাবাহিকে দেখা যাবে লাবনী সরকারের মত তুখোড় ও জনপ্রিয় অভিনেত্রীকে। সম্প্রতি প্রকাশ্যে এলো ‘উড়ন তুবড়ি’র আসল নায়িকার পরিচয়। নেটিজেনদের অনেকেই আসল চরিতের পরিচয় জানতে পেরে অবাক হয়েছেন।

কারণ এই অভিনেত্রীকে আমরা এর আগেও বহু ধারাবাহিকে দেখতে পেয়েছি। তিনি আর কেউ নয় টলিউডের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী সোহিনী ব্যানার্জি ( Actress Sohini Banerjee )। সুন্দরী এই অভিনেত্রীকে আমরা আগেও দেখেছি ‘শ্রীময়ি’ ( Bengali language television series ) থেকে শুরু করে ‘কি করে বলব তোমায়’ এর মত নামকরা ধারাবাহিকে।
আরও পড়ুন………বয়স সংখ্যা মাত্র! ৬০ বছরেও ‘কলকাতার রসগোল্লা’ তাক লাগালেন দেবশ্রী, সঙ্গী বাংলার ক্রাশ মদন মিত্র
সেখানে অবশ্য তাকে আমরা পার্শ্ব চরিত্রে দেখতে পেয়েছি তবে এবার ‘উড়ন তুবড়ি’র মত ধারাবাহিকে তাকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাব। দর্শকও মুখিয়ে আছে এই গুণী অভিনেত্রীর অভিনয় দেখার জন্য। তবে নেটিজেনদের নজরে বেশ ভালো পারফরম্যন্স করছে সোহিনী। ধারাবাহিকটি শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে।