রাবণের পর এবার চেঙ্গিস খানের ভূমিকায় পর্দা কাঁপাবেন জিৎ! সঙ্গী হাঁটুর বয়সী সুস্মিতা

টলিউডের হার্টথ্রব অভিনেতাদের মধ্যে প্রথমেই উঠে আসে যার নাম তিনি আর কেউ নন অভিনেতা জিৎ ( Tollywwod Actor Jeet )। তার অভিনয় ও স্টাইল সেন্সের কারণে অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় এই অভিনেতা। ক্যারিয়ারের প্রথম দিকেই নিজের স্বভাবসিদ্ধ অভিনয় গুন ও বাচনভঙ্গি দ্বারা দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। এখনও সমানভাবে জনপ্রিয় এই অভিনেতা। চলতি বছর ঈদেই মুক্তি পাবে অভিনেতার নতুন ছবি ‘রাবণ’। অভিনেতা ও প্রোডাকশন টিম নিজেই ঘোষণা করেছে ২৯ এপ্রিল ছবি মুক্তির দিনক্ষণ।
এই ছবির উত্তেজনার মধ্যে অভিনেতা সম্প্রতি নিজের আগামী ছবির কথা প্রকাশ্যে আনলেন। নিজের সামাজিক মাধ্যমেই অনুরাগীদের সাথে এই খবর শেয়ার করলেন অভিনেতা জিৎ। প্রিয় অভিনেতার এমন ধামাকাদার খবরে নেট পাড়ায় উত্তেজনার দেখা গেছে। বাংলায় জিতের ফ্যান ফলোয়ার অনেক বেশি। অভিনেতার কাছ থেকে নতুন ছবি ‘চেঙ্গিজ’ ( new movie Chengiz ) এর ঘোষণা পেয়েই উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা।

আরও পড়ুন……মিঠাইয়ের ভাসুরের কোলে সুচন্দ্রা, ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
অভিনেতা নিজের সামাজিক মাধ্যমে দুটো ছবি প্রকাশ্যে এনেছেন একটিতে আগামী ছবির পোস্টার অন্যটিতে ছবির কলা-কুশলীদের ছবি। আগামী ছবির কথা প্রকাশ্যে এলেও কবে ছবি মুক্তি পাবে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে টলিউডের ( tollywood ) সুন্দরী নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় ( Susmita Chatterjee )।

অভিনেতা জানান আগামীতে আসন্ন এই ছবিটি নিয়ে তিনি খুবই উত্তেজিত ও আনন্দিত। কারণ ছবির বিষয়বস্তু অনেকটাই তার মনের মত। এছাড়াও এখানে তিনি অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার সুযোগ পাবেন বলে মনে করেন। টলিউডের এই অভিনেতা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন সমস্ত কিছুই তিনি তার অনুরাগীদের সাথে ভাগাভাগি করে নেন।
আরও পড়ুন………‘আমি তুবড়ি একবার জ্বললে সহজে নিবিনা’, অভিনব ডায়ালগে পর্দা কাঁপাচ্ছেন ‘উড়ন তুবড়ি’র সোহিনী ব্যানার্জি
‘রাবণ’ এর কথা যখন প্রকাশ্যে আনেন তখনও অভিনেতা ক্যাপশনে লিখেন, ‘আমার সমস্ত অনুরাগীদের সাথে নতুন ছবি ‘রাবণ’ এর কথা শেয়ার করে ভালো লাগল। নতুন ছবিকে কেন্দ্র করে আপনাদের সকলের ভালোবাসা ও আগ্রহ আমাকে অভিভূত করেছে। তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা। শীঘ্রই সুখবর দেব’। অভিনেতার বক্তব্য থেকেই স্পষ্ট ছিল নতুন কাজের কথাই তিনি বলতে চেয়ছেন। অভিনেতার নতুন ছবির পোস্টারের নীচে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা এসে ভরে গিয়েছে। এখন অপেক্ষা ছবি মুক্তির দিনক্ষণের।