মিঠাইয়ের ভাসুরের কোলে সুচন্দ্রা, ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

রাখী পোদ্দার, কলকাতা : জি বাংলার ( Zee Bangla) অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক “এই পথ যদি না শেষ হয়” ( Ei Path Jodi Na Sesh Hoy) আর “মিঠাই”। টিআরপির ক্ষেত্রে টানা কয়েক মাস শীর্ষ স্থান দখল করে রাখলেও স্টার জলসার নব ধারাবাহিক “গাঁটছড়া”র কাছে শেষে পরাজিত হতে হয় মোদক পরিবারকে। তবে টিআরপি তালিকায় নিচে নেমে আসলেও জি বাংলা চ্যানেলের সেরা ধারাবাহিক এখনও “মিঠাই”। নম্বরের দিক থেকে “মিঠাই” এগিয়ে থাকলেও “এই পথ যদি না শেষ হয়”এর জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়। নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করেন বাংলার সেরা ধারাবাহিক হল অন্বেষা হাজরার “এই পথ যদি না শেষ হয়” ( Ei Path Jodi Na Sesh Hoy) ধারাবাহিক।

 

এই দুই ধারাবাহিকের মধ্যে কোনটি সেরা তা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে দর্শক মহলে। আর তারই প্রতিফলন দেখা গেল সম্প্রতি জি বাংলায় ( Zee Bangla) অনুষ্ঠিত অনুষ্ঠানে। সদ্য অনুষ্ঠিত সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে দুই পরিবারই ধামাল করে দেখিয়েছে। উর্মি-সাত্যকির ফ্যান সংখ্যাও নেহাত কম নয়। দুই ধারাবাহিকের ভক্তদের মধ্যেও তা নিয়ে রয়েছে বেশ রেষারেষি। কারোর মতে মিঠাই সবথেকে এগিয়ে আবার কেউ বিশ্বাস করেন উর্মি-সাত্যকিই সেরা।

অপুকে তুড়ি মেরে জায়গা দখল ‘উড়ন তুবড়ি’র! এবার কার কপালে নাচছে শনি?

Zee Bangla
Zee Bangla

দুই ধারাবাহিক নিয়ে দ্বন্দ্ব যখন তুঙ্গে ঠিক তখনই এক হতে দেখা গেল দুই পরিবারকে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে উর্মি অর্থাৎ “এই পথ যদি না শেষ হয়” ( Ei Path Jodi Na Sesh Hoy) ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর মুমুদিদির মায়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভক্তদের কাছে ধরা দিয়েছেন মিঠাইয়ের ভাসুর সোম।

বয়স সংখ্যা মাত্র! ৬০ বছরেও ‘কলকাতার রসগোল্লা’ তাক লাগালেন দেবশ্রী, সঙ্গী বাংলার ক্রাশ মদন মিত্র

Zee Bangla
Zee Bangla

গত ২৯শে মার্চ মঙ্গলবার ছিল “মিঠাই” ধারাবাহিকের সোম অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকারের ( Dhruv Sarkar) জন্মদিন। আর সেই উপলক্ষেই “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের সদস্যা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় ( Suchandra Bandyopadhyay) একটি ছবি শেয়ার করেন। এর আগেও “দ্বিরাগমন”, “করুণাময়ী রাণীরাসমণি”র মতোন ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন দুজনে। পাশাপাশি মিঠাই-তেও দেখা মিলেছে সুচন্দ্রার। মিঠাই-এর কাকিমা মানে গুলতির মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সুচন্দ্রার সঙ্গে দারুণ সম্পর্ক ধ্রুবর ( Dhruv Sarkar)। তবে আচমকা এমন ঘনিষ্ঠ ছবি দেখে দর্শকরা একটু অবাকই হয়েছিল বটে।

‘আমি তুবড়ি একবার জ্বললে সহজে নিবিনা’, অভিনব ডায়ালগে পর্দা কাঁপাচ্ছেন ‘উড়ন তুবড়ি’র সোহিনী ব্যানার্জি

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুচন্দ্রা ( Suchandra Bandyopadhyay)। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার দেখা অন্যতম সেরা ব্যক্তিকে!! অনেক ভালোবাসা ভাই… এইভাবেই এগিয়ে যা!! এই আদুরে বার্তার জবাবে ধ্রুব সরকার ( Dhruv Sarkar) একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।




Leave a Reply

Back to top button