‘একটু শালীনতার পাঠ নিন’! ইন্ডিগোর সাথে বিতর্কে জড়িয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

নিয়ম যে সবার জন্য এক একথা আর আলাদা করে বলার কি আছে। এবার নিয়মের বাইরে স্বেচ্ছাচারীতার অভিযোগে বিদ্ধ হলেন টলিউডের ( Bengali actress ) সেক্সি ও লাস্যময়ী নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta )। তার আচরণে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে বোর্ডিং টাইমের থেকে সামান্য দেরীতে বিমানবন্দরে প্রবেশ করেন অভিনেত্রী। ব্যস এইখানেই সমস্যার সূত্রপাত। নিয়মে আছে বোর্ডিং পাসে যে সময় উল্লেখ করা থাকে তার মধ্যে উপস্থিত না হলে প্রবেশ নিষেধ। এক্ষেত্রে বিমানের উচ্চপক্ষ কোনও পদক্ষেপ নিতে পারে না। অভিনেত্রী দেরী করে পৌঁছানোর পরেও প্রবেশ করার অনুমতি আদায়ের জন্য বিতর্কে জড়ান ইন্ডিগো ( IndiGo ) এয়ারলাইন্সের সাথে।

অভিনেত্রীর এ হেন আচরণে বেজায় খেপেছেন নেট নাগরিক। ঋতুপর্ণা ইন্ডিগোর বিরুদ্ধে অভিযোগ জানান যে, তাদের আচরণে তিনি বিরক্ত এবং তাকে চরম হেনস্তা করা হয়েছে। তিনি আরও জানান যে ক্ষোভে তিনি কেঁদেও ফেলেন। অভিনেত্রীর অভিযোগের পরেই ইন্ডিগোর পখ থেকে টুইট করে অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়া হয়। অভিনেত্রী সেই ক্ষমা চাওয়ার পোস্ট নিজের সামাজিক মাধ্যমে শেয়ারও করেন।

Rituparna Sengupta
Rituparna Sengupta

আরও পড়ুন………স্বামী ভিকির সাথে কাটানো মুহূর্ত ইনস্টাগ্রামে আপলোড করলেন ক্যাট, দেখে নিন ছবি

এখানেই শেষ নয়। অভিনেত্রীর পোস্টের নীচেই অসংখ্য কমেন্ট আসতে থাকে। অনেকেই লিখেন , ‘এটাই নিয়ম। বোর্ডিং পাসে উল্লেখিত সময়ের মধ্যে বিমানবন্দরে ঢুকতে হয়’, কেউ বা লিখেছেন, ‘আপনার আচরণে মনে পড়ে যাচ্ছে বড় লোকের মেয়ের কথা। যারা স্কুলে দোষ করে বকা খেলেও বড়লোক বাবার ভয়ে শিক্ষকেই বকা খেতে হত’, আবার অনেক নেট নাগরিক মজার ছলে লিখেছেন, ‘ভালোই তামাশা জমিয়েছে দাদা-বৌদি মিলে’।

Rituparna Sengupta
Rituparna Sengupta

আরও পড়ুন………খুল্লামখুল্লা চিরঞ্জিত, প্রসেনজিৎ সম্পর্কেও অকপট বিধায়ক-‌অভিনেতা

প্রসঙ্গত অভিনেতা অভিষেকের মৃত্যুর পর থেকেই অভিনেত্রীর শনির দশা চলছে। সব কিছুতেই ঋতুপর্ণাকে টেনে এনে রীতিমত দোষারোপ করা হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন অভিনেত্রী বরাবর নিজের প্রভাব খাতিয়ে এসছেন। এবারও সেটাই করেছেন। ইন্ডিগোর বিরুদ্ধে আনা অভিনেত্রীর অভিযোগকে নেটিজেনদের মধ্যে অনেকেই সমর্থন করেননি। বরং প্রসেনজিতের সুইগিকে নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে করা টুইট নিয়ে তীব্র হাসাহাসি হয়। আর অনেকে অভিনেত্রীকে শালীনতার পাঠ নেওয়ার কথা বলেছেন।




Leave a Reply

Back to top button