উচ্ছেবাবুর ছবিতে মিঠাইরানির কমেন্ট! উৎসুক ভক্তগণ

অহেলিকা দও, কলকাতা : ‘মিঠাই’ ( Mithai ) ধারাবাহিকের জনপ্রিয়তা যে কতটা তা সকলের কাছেই স্পষ্ট। জি বাংলায় বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই সিরিয়ালের ( Bengali Serial ) নায়ক সিদ্ধার্থ এবং নায়িকা মিঠাই যেন সকলের বাড়ির সদস্য হয়ে উঠেছে। সকলেই জানি এই ধারাবাহিকে ( Bengali Serial ) নায়িকা মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) এবং সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় ( Adrit Roy )।
সিরিয়ালের ( Bengali Serial ) এই সিড-মিঠাই জুটি এখন সকলের সেরা। সোশ্যাল মিডিয়া খুললেই যেমন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষার যেমন অসংখ্য ভক্তসংখ্যা রয়েছে ঠিক তেমনই বাংলার অসংখ্য তরুণীর ক্রাশ মিঠাইরানির উচ্ছেবিবু অর্থাৎ অভিনেতা আদৃত রায়। তাই তাদের স্যোশাল মিডিয়ায় শুধুমাত্র একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন অসংখ্য অনুরাগী।

আবার অভিনেতাদের ব্যাক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল তো লেগেই আছে। কিছুদিন আগেই আদৃতের জীবনে বয়ে গেছে ঝড়। অভিনেতা নিজে মুখে কিছু না জানালেও শোনা গেছে দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়ার সাথে ব্রেক আপ হয়েছে তাঁর। এর পরেই শোনা যায় সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সাথে সম্পর্কের গুঞ্জন।

যদিও নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে কোনরকম মন্তব্য করতে চান না অভিনেতা। তবে পর্দার মিঠাইয়ের ( Bengali Serial ) সাথে আদৃতের ‘টম অ্যান্ড জেরি’র মতো সম্পর্ক কিন্তু চুটিয়ে উপভোগ করেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দেখা যায় তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কের ঝলক। কিছুদিন আগেই যেমন সৌমিতৃষার জন্মদিনে তার কান ধরে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা।
আরও পড়ুন….Shah Rukh Khan: এখনই লঞ্চ করবে না SRK+, নতুন বিজ্ঞাপনে সালমানের প্রসঙ্গ তুললেন শাহরুখ
আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নতুন ছবি পোস্ট করেছেন আদৃত। স্বাভাবিকভাবেই এই ছবিতেও অসাধারণ লাগছে তাকে। নীল শার্টের উপর সাদা স্ট্রাইপ, সঙ্গে নতুন চশমা। ছবির ক্যাপশনে আদৃত লিখেছেন, “সিদ্ধার্থ মোদক আমাকে ক্ষমতা দিয়েছে, আর আমার প্রিয় বন্ধু আমাকে এই চশমাটা দিয়েছে।কেমন দেখাচ্ছে?”। ছবিটির কমেন্ট সেকশনে তাঁর অনস্ক্রিন বউ সৌমিতৃষা লিখেছেন, ‘মুখটাই উচ্ছের মতো’। এই ধারাবাহিকে ( Bengali Serial ) উচ্ছেবাবু নামটাই যেন কেড়েছে দর্শকদের মন। উচ্ছেবাবুর এই ছবিতে মিঠাইরানির এই কমেন্ট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন….প্রতারণার শিকার রিমি সেন, কোটি টাকা হারিয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ বলি অভিনেত্রী