চার সন্তানের বাবা হয়েও কমেনি জোশ! আবারো বাবা হতে পারেন সাইফ, প্রকাশ্যে মন্তব্য কারিনার

টলিউডের সবথেকে হট কাপল হিসেবে উঠে আসে সইফ-করিনার ( Saif Ali Khan – Kareena Kapoor Khan ) নাম। বলিউডের অত্যন্ত ব্যস্ততম তারকা দম্পতিদের নাম বললেও এই জুটি সবার আগে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের মধ্যে দিয়ে পরিণতি পায় এই হট কাপলের জুটি। সইফ ও করিনা বেশ লম্বা ইনিংসে নিজেদের সংসার টিকিয়ে রেখেছেন। সইফের আগেও বিয়ে হয়েছিল অভিনেত্রী অমৃতা রাওয়ের সাথে। অমৃতা ও সইফের দুই ছেলে মেয়ে সারা ও ইব্রাহিম।
সইফের প্রথম সংসার সুখের হয়নি। অমৃতার সাথে বিচ্ছেদের পর সইফের প্রেম করিনার ( Kareena Kapoor Khan ) সঙ্গে। করিনা ও সইফের দুটো ছেলে সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে দুই ছেলেই বেশ জনপ্রিয়। মাঝে মাঝেই ভাইরাল হল সইফ ও করিনার বড় ছেলে তৈমুরের খুনসুটির ভিডিও। তৈমুর ( Taimur Ali Khan Pataudi ) পাপ্পারাৎজিদেরও নয়নের মণি।

এখন শুধু তৈমুরই নয় করিনা ও সইফের ছোট ছেলে জে’ও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সম্প্রটি জে’র জন্মদিনে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যায় খেলায় মত্ত জে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। অভিনেত্রী করিনা স্বামী সন্তান নিয়তেই বেশ গুছিয়ে সংসার করছেন সেটা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ছবি থেকেই বোঝা যায়। করিনা স্বামী সইফকে নিয়ে খুবই গর্ব করেন। এর আগেও বহুবার তিনি একথা বলেছেন। সম্প্রতি করিনার একটি বক্তব্য আবার ভাইরাল হয়েছে।

আরও পড়ুন………কলকাতার বুকে স্পা এর আড়ালে মধুচক্র, যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ কর্মী
স্বামী সইফের কোন গুনটি তার সবথেকে বেশি ভালো লাগে এই ব্যাপারে জানতে চাইলে অভিনেত্রী জানান যে, সইফ বাবা হিসেবে খুবই ভালো। বাবার দায়িত্ব সে সঠিকভাবে পালন করে আছে। সারা ও ইব্রাহিমের প্রতি সইফ খুবই যত্নশীল। সন্তান ও বাবা একে অপরের বন্ধুর মত। সইফের এই গুনটি করিনা বেশ পছন্দ করে।
আরও পড়ুন…………রান্নার গ্যাস নয় মূল্যবৃদ্ধির আগুনে পকেট গড়ের মাঠ! মাসের শুরুতেই আবারও বাড়ল গ্যাসের দাম
প্রায়শই গুজব রটে করিনা নাকি পঞ্চম সন্তানের মা হতে চলেছেন। এ ব্যাপারে করিনার সাফ জবাব, তিনি চাইলেই মা হতে পারেন। কারণ স্বামী সইফের ( Saif Ali Khan ) জোশ এখনও পুরোদমে রয়েছে বলে জানান বলিউডের সেক্সি অভিনেত্রী। তবে আপাতত মা হওয়ার কোনও ইচ্ছেই তার নেই। দুই সন্তান তৈমুর ও জে ‘কে নিয়েই তিনি এখন মহাব্যস্ত।