পর্দায় অসমবয়সী প্রেম মানতে নারাজ দর্শক, লজ্জাজনক রেটিং’এ পিছিয়ে রইল ‘গোধূলি আলাপ’

সদ্য প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি রেটিং পয়েন্ট। বাংলা সিরিয়ালের জগতে এই রেটিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকা থেকে থেকেই বোঝা যায় কোন ধারাবাহিক রইল এগিয়ে আর কে রইল পিছিয়ে। এবারের প্রকাশিত টিআরপি ( Bengali Serial TRP ) তালিকা দেখে চমকে যাবার দশা হয়েছে অনেকের। হবে নাই বা কেন একেবারে অপ্রত্যাশিত কিছু কাণ্ড ঘটে বসে আছে।

এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ‘গাঁটছড়া’ অন্যদিকে শীর্ষে থাকতে না পারলেও ৯.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নিল ‘মিঠাই’। সারা সপ্তাহ বেশ পরিশ্রম করেছে সবার প্রিয় ‘মিঠাই’। তৃতীয় থেকে নবম স্থানে যে ধারাবাহিকগুলো জায়গা করে নিয়েছে তাদের পারফরম্যান্সও বেশ আশাপ্রদ ছিল। তবে আশ্চর্যের বিষয় হল অন্য জায়গায়।

Goduli Alap
Goduli Alap

আরও পড়ুন…………“পুষ্কর নাথ পণ্ডিত যেনো আমারই বাবা”- অনুপমের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

যে ধারাবাহিকটিকে দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি ছিল না সেই ধারাবাহিকটি সবার শেষে মুখ তুবড়ে পড়েছে। সবথেকে প্রত্যাশিত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ ( Goduli Alap )। নতুন এই ধারাবাহিকটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ভরপুর উৎসাহ ও আগ্রহ ছিল। রাজ চক্রবর্তীর প্রযোজনায় পরিচালিত এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন। তাই অনুরাগীদের আগ্রহের পারদ বেশি থাকাতাই স্বাভাবিক।

তবে একবারে সব প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে ‘গোধূলি আলাপ’। আলাপ তো জমাতেই পারল না বরং লজ্জাজনক রেটিং পয়েন্ট ৩.৫ নিয়েই মুখ তুবড়ে পড়ল ‘গোধূলি আলাপ’। কৌশিক ( Indian theatre artist Kaushik Sen ) ম্যাজিকও কাজ করল না।

আরও পড়ুন………চার সন্তানের বাবা হয়েও কমেনি জোশ! আবারো বাবা হতে পারেন সাইফ, প্রকাশ্যে মন্তব্য কারিনার

রেটিং পয়েন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে, দর্শকদের মনের কাছে পৌঁছাতে পারেনি ধারাবাহিকের বিষয়বস্তু। অনেকের মতে নতুন ধারাবাহিকটিকে ভালো রেটিং পেটে গল্পের ভীত মজবুত করতে হবে। এছাড়াও সরল গল্পে দর্শকদের মন ভরবে না। গল্পে টুইস্ট আনার পরামর্শ দিয়েছেন অনেকে। রাজ চক্রবর্তীর ( Raj Chakraborty ) মাথায় হাত পড়লেও টিআরপি বাড়ানোর সমস্ত প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।




Back to top button