মিঠাইয়ের দেখা দেখি ‘উচ্ছেবাবু সন্দেশ’ তৈরী করল ভক্ত, দেখুন সেই মিষ্টির ভিডিও

প্রত্যুষা সরকার, কলকাতা: সেলিব্রিটিরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাঁদের ভক্তদেরকে ( fan ) বিনদন দিয়ে থাকে। তেমনই ভক্তরাও তাঁর প্রিয় মানুষটির জন্যেও যে কি কি করতে পারে সেটা নতুন করে বলার কিছু রাখে না। এবার সোশ্যাল মিডিয়ায় ( social media ) ভাইরাল ( viral ) হলো এমন এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মিঠাই ( Mithai )-এর এক ভক্ত তৈরী করছেন উচ্চেবাবু সন্দেশ ( Uchche Babu Sandesh’s )। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সেই ভিডিও।
জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। হল্লা পার্টির খুনশুটি, মিঠায়ের ( mithai ) ছুটছুটি আর খলনায়কা টেস এর বদমাইশি দিয়েই মন জয় করেছে দর্শকদের। কয়েকদিন আগেই দেখা গেছে যে হেলদি হেঁশেল প্রতিযোগিতায় জয় লাভ করেছে মিঠাই। মিঠায়ের ( mithai ) সাথে প্রতিযোগিতায় নেমেছিল তার বড়ো জা তোর্সাও। সেখানেও টেস বুড়ির শয়তানিও ধরে ফেলেছে সে। সকলের সামনে সেটা ফাঁস হয়ে গেলেও নিজের বড় জা’কে অপমানের হাত থেকে বাঁচায় মিঠাই।
সেই রিয়েলিটি শো-এর গ্র্যন্ডফিনালেতে মিঠাই বানিয়ে ছিল তাঁর উচ্ছেবাবু সন্দেশ ( Uchche Babu Sandesh’s )। ইতিমধ্যেই সেই সন্দেশ বিখ্যাত হয়েছে তাঁর ভক্তদের কাছে। মিঠাই যেভাবে রেসিপিটা দেখিয়েছিল সেই রকম ভাবে অনেকেই সেই একই সন্দেশ বানিয়ে ফেলেছেন বাড়িতেই। এরকমই এক ভক্তের বানানো এক ভিডিও আমাদের নজরে পড়ল। যেখানে মিঠাইয়ের এক ভক্ত কে দেখা যাচ্ছে উচ্ছে বাবু সন্দেশ বানাতে।
তার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে থাকা ওই ব্যক্তি একদম মিঠাই এর মত করেই মিষ্টি বানিয়েছেন যা দেখতেও একদম একই রকম হয়েছে। ভিডিওতে তিনি অবশ্য স্বীকার করেছেন যে মিঠাই ( mithai ) থেকে অনুপ্রাণিত হয়েই উচ্ছে বাবু সন্দেশ বানিয়েছেন তিনি। সেখানে তিনি আরও জানান, এর আগেও মিঠাই-এর বানানো অনেক মিষ্টি তিনি তৈরী করেছেন।
আরও পড়ুন – ‘কাঁচা বাদাম’ পাল্টেছে জীবন, ইস্মার্ট জোড়ির মঞ্চে বাদামকাকুর বিয়ে দিলেন সুপারস্টার জিৎ
এই ভাইরাল ভিডিও দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মিষ্টির দোকানেও পাওয়া যাবে এই সন্দেশ। সিদ্ধার্থর কথাই হয়তো সত্যি হয়ে যাবে যেখানে দোকানে গিয়ে লোকে বলবে এক প্যাকেট উচ্ছে বাবু দিন তো। ভবিষ্যতে হয়ত সেই দিনটা দেরি নেই যেদিন দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত মিষ্টির দোকানের শোকেস সাজানো থাকবে উচ্ছে বাবু সন্দেশ।