প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মুখ পুড়লো জাহ্নবী’র, নেট পাড়া জুড়ে কটূক্তির শিকার শ্রীদেবী কন্যা

বিনোদন জগতে কটূক্তির শিকার হওয়া নতুন কিছু নয়। আর এর জন্য টলিউড হোক বা বলিউড সর্বদাই শিরোনামে রয়েছে এদেশের অভিনেতা ও অভিনেত্রীরা। এই বারও তার ব্যতিক্রম হল না। নিজের সাজ পোষাক ও আরও বেশি আকর্ষণীয় করে তুলতে গিয়ে নেটিজেন দের কটূক্তির শিকার হল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নেটিজেনদের দাবি তিনি নাকি হলিউডের বিখ্যাত অভিনেত্রী কিম কার্দাশিয়ার হুবহু নকল করেছেন।

এর আগে এমন প্রকারের কটূক্তির শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ও বিখ্যাত অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। খুব সম্প্রতি বলিউডের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে এই কটূক্তির শিকার হন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নেটিজেনরা কটাক্ষের সুরে এমনও নাকি বলেছেন যে জাহ্নবী কাপুর নাকি নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে তার শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।

jhanvi kapoor 2

কিন্তু আসলে কি, কেনইবা নেটিজেনদের কটূক্তির শিকার হল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর? খুব সম্প্রতি বলিউডের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তার পরনে ছিল কারেন্ট মভ রঙা হাতকাটা সিক্যুইনের গাউন। যার মধ্যে থেকে তার গোপনাঙ্গ স্পষ্টই দৃশ্যমান ছিল। তার পরনে কোনও রকমের অলঙ্কারের সাজ ছিল না। চুল তার পনি টেল করে রাখা ছিল।

আরও পড়ুন … মিঠাইয়ের দেখা দেখি ‘উচ্ছেবাবু সন্দেশ’ তৈরী করল ভক্ত, দেখুন সেই মিষ্টির ভিডিও

এই সাজে সজ্জিত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর একেবারেই ন্যুড রূপে ঝলমল করছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ভাবেই নেটিজেনদের যে বাড়তি অক্সিজেন জোগাতে সাহায্য করবে তা আর বুঝতে বাকি থাকে না। নেটিজেনরা কটাক্ষের সুরে বলেছেন, লাল গালিচা দিয়ে জাহ্নবী নয় হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়া হেঁটে যাচ্ছে।

যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি জাহ্নবী কাপুর। কারন তিনি এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন। তাঁর ঝুলিতে ‘ গুডলাক জেরি’, দোস্তানা ২ এর মতো কিছু বড়ো ছবি এই মুহূর্তে রয়েছে। তার খুব শীঘ্রই আসন্ন মুক্তি প্রাপ্ত ছবি মিলি – র শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। এ ছাড়াও রাজকুমার রাওয়ের বিপরীতে ‘ মিস্টার ও মিসেস মাহি’ তেও দেখা যাবে তাকে।

আরও পড়ুন …শিশু পাচারের সাথে যুক্ত অভিনেতা সলমন এমনি দাবি প্রতিবেশীর! প্রতিবেশীর বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করলো আদালত।

আরও পড়ুন …‘কাঁচা বাদাম’ পাল্টেছে জীবন, ইস্মার্ট জোড়ির মঞ্চে বাদামকাকুর বিয়ে দিলেন সুপারস্টার জিৎ

প্রসঙ্গত, বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবী ও বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে হল জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ধড়ক ( Dhadak ) ছবি দিয়ে বলিউডে পা রাখেন। এর পর একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। রুহি, গুঞ্জন সাক্সেনা: দ্যা কার্গিল গার্ল। খুব সম্প্রতি বিখ্যাত অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে নতুন চলচ্চিত্র বাওয়াল-এ ও দেখা যাবে জাহ্নবী কাপুরকে।




Leave a Reply

Back to top button