হঠাৎ রেগে লাল জন আব্রাহাম, ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রকাশ্যে গালমন্দ

প্রিয়া ধর, কলকাতাঃ বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো বললেই সবাই এক নামে চেনে অভিনেতা জন আব্রাহামকে ( John Abraham )। বলিউডের অন্যান্য অভিনেতাদের তুলনায় তিনি অনেকটাই আলাদা। অভিনয় ছাড়াও তিনি তার স্বভাবসিদ্ধ নম্র ও ভদ্র ব্যবহারের জন্য অধিক বেশি পরিচিত। অনেকেই বলে থাকেন আব্রাহাম অনেক কমভাষী অভিনেতাদের মধ্যে একজন। সম্প্রতি অভিনেতাকে দীর্ঘদিন বাদে দেখা যাবে নতুন ছবি ‘অ্যাটাক’এ ( Attack )। অনেক দিন পরেই আবারও তাকে পুরনো আমেজে খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে ছবির প্রচারকাজ নিয়ে বেশ ব্যস্ততম সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি ছবির প্রচারে এসে একটি সাংবাদিক সম্মেলনে নিজের মেজাজ হারান অভিনেতা।
সূত্র মারফত সংশ্লিষ্ট সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অভিনেতাকে কটু প্রশ্ন করে বসেন। অভিনেতার কাছ থেকে জানতে চাওয়া হয়, তার সব ছবিতেই নাকি কৃত্রিম এফেক্ট ব্যবহার করা হয় সেই সাথে চিত্রনাট্যেও নাকি বাড়াবাড়ি লক্ষ করা যায়। এই প্রশ্ন শুনেই অভিনেতা জানান ‘আমি এখানে আমার আসন্ন ছবির ( Bollywood upcoming film Attack ) বিষয়ে কথা বলব। অন্য বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আমি দুঃখিত’। সচরাচর অভিনেতাকে এমন ব্যবহারে কেউ দেখেননি, তাই আব্রাহামের এমন আচরণে অবাক নেটদুনিয়া।

জানা গেছে এদিন একাধিকবার সংবাদকর্মীদের সাথে অভব্য আচরণ করেন তিনি। একজন সাংবাদিককে রীতিমত ধমকে দিয়েছেন অভিনেতা। সেদিনের সাংবাদিক বৈঠকে অভিনেতাকে দেখে অনেকেই অসুস্থ বলে মন্তব্য করেছেন। অনেকেই জনের এরুপ আচরণের জন্য তাকে বিদ্রূপ করেছেন। ঘটনা এখানেই শেষ নয়। ছবির প্রচারে তাকে প্রশ্ন করা হয় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files ) প্রসঙ্গে।
অভিনেতার কাছ থেকে জানতে চাওয়া হয় সিনেমাটি তার কেমন লেগেছে ও এই বিষয়ে অভিনেতার কি মন্তব্য। সেই সময় আচমকা নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সংবাদকর্মীকে জোরে ধমক দেন আব্রাহাম। অভিনেতা বলেন, ছবির প্রচারে এসছেন তাকে যেন ছবি নিয়েই প্রশ্ন করা হয়। ছবি বাইরে উল্টা পাল্টা প্রশ্ন করা হলে তিনি বরদাস্ত করবেন না বলে হুমকি দেন।
আরও পড়ুন………পরিচালনা ছেড়ে হেড়ে গলায় গান ধরলেন করণ! হুনারবাজের সেটে পরিচালকের কীর্তি দেখে হেসে খুন নেটবাসী
প্রসঙ্গত সারা দেশ এখন ‘কাশ্মীর ফাইলস’ জ্বরে কাবু হয়ে আছেন। অনেক ঝড় বয়ে গিয়েছে এই সিনেমাকে কেন্দ্র করে। অনেকেই মুখ খুলেছেন। আবার অনেকেই এ ব্যাপারে টুঁ শব্দটি করেননি।