লুকিয়ে সাত পাকে রণবীর-আলিয়া? দেখে নিন বিয়ের ছবি

বলিউডের একটি অন্যতম বহুল আলোচিত তারকা জুটি হল রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর সিং দীপিকা পাড়ুকোন, সেইফ – কারিনা, অভিষেক- ঐশ্বর্য রাই এর পর বক্স অফিসে যদি কেউ বহুল আলোচিত তারকা জুটি থাকে তারা হল রণবীর কাপুর ও আলিয়া ভাট এর জুটি। খুব সম্প্রতি এই তারকা জুটির একত্রে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার নাম ‘ ব্রহ্মাস্ত্র ‘। কিন্তু সেই ছবি মুক্তি পাবার আগেই হঠাৎই এক গুঞ্জন সোনা গেল সোশ্যাল মিডিয়ায়। সেটা হল রণবীর কাপুর ও আলিয়া ভাট সকলের অগোচরে বিয়ে সেরে ফেলেছেন।

r +a

এই খবর সামনে আসতেই তুমুল সোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এমনকি তাদের বিয়ের মুহূর্তের ছবিটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ছবিটিতে দেখা যাচ্ছে কনে সাজে রয়েছেন আলিয়া ভাট। ও পরনে শেরওয়ানি ও মাথায় পাগড়ির সাজে সজ্জিত হয়ে রয়েছেন হ্যান্ডসাম বর রণবীর কাপুর। এই তারকা জুটির হাসি মুখের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন …হঠাৎ রেগে লাল জন আব্রাহাম, ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রকাশ্যে গালমন্দ

আরও পড়ুন …হিন্দু উৎসব পালন, ইসলামের বেলায় ঠুটো! হিন্দু উৎসব পালন করায় আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী সারা আলি খান

বিয়ে যে হতে চলেছে তা প্রায় সকলেরই জানা ছিল। কিন্তু এই ভাবে তা কেউই কল্পনা করতে পারেননি। এর কারন খুব সম্প্রতি বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনার বীণা কন্ননের সাথে সাক্ষাত করেছিলেন আলিয়া ভাট। সেই থেকেই এই জল্পনার সূত্রপাত। কিন্তু সত্যিই কি তাহলে এখন বিবাহিত আলিয়া ও রণবীর? ছবিটিতে দেখা যাচ্ছিল তারা বিবাহিত, কিন্তু আদতে তা একদমই নয়। রণবীর ও আলিয়া -র এই ছবিটি সম্পূর্ণ ভাবে এডিট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে।

r + a 3

যেখানে দেখা যাচ্ছে আলিয়া ভাট নবদম্পতির সাজে সজ্জিত হয়ে রয়েছেন। তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিদুর। এই ছবি ভাইরাল করার একমাত্র কারন হল গত কাল ছিল ‘এপ্রিল ফুল ডে’ অর্থাৎ 1 st April ( April fool day )। তারকা জুটি তাদের অনুরাগীদের বোকা বানাতে এই ছবি ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন …পরিচালনা ছেড়ে হেড়ে গলায় গান ধরলেন করণ! হুনারবাজের সেটে পরিচালকের কীর্তি দেখে হেসে খুন নেটবাসী

প্রসঙ্গত, রণবীর কাপুর ও আলিয়া ভাট এরা দুজনেই বলিউডের নামজাদা শিল্পীদের তারকা সন্তান। রণবীর বিখ্যাত অভিনেতা প্রয়াত রিষি কাপুর ও অভিনেত্রী নিতু সিংহের সন্তান। আর অপর দিকে আলিয়া ভাট বলিউডের জনপ্রিয় প্রযোজক মহেশ ভাট-এর কন্যা। এই দুজনেরই বলিউডে পা রাখেন খুব রাজকীয় ভাবে। আলিয়া ভাট কর্ন জোহরের ছবি ( Student of the year ) এর মধ্যে দিয়ে সিনেমা শুরু করেন। আর রণবীর কাপুর বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ( Saawariya ) গমথেকে বলিউডে প্রবেশ করেন। বর্তমানে এই দুই তারকার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আর খুব সম্প্রতি বলিউডের এই বিখ্যাত জুটি র অভিনীত সিনেমা Brahmastra -ও মুক্তি পেতে চলেছে।




Leave a Reply

Back to top button