উচ্ছেবাবু নাকি বং ক্রাশ! আদৃতের নতুন লুকে হেসে লুটোপুটি খেল মিঠাই

অবসর সময়ে বাংলার ঘরে ঘরে একটাই প্রচলিত রীতি রয়েছে। আর সেটা হল বাংলা সিরিয়াল। আর এই বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘ মিঠাই ‘। এই সিরিয়ালটি একটা সময়ে তার বিপুল জনপ্রিয়তার জন্য টিআরপি রেটিংয়ের শীর্ষে পৌছে গেছিল। আর তার একমাত্র কারন ছিল মোদক সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি সিড ও মিঠাই এর অসাধারণ কেমিস্ট্রি এবং রোম্যান্স। এর উপর ভিত্তি করেই এই সিরিয়ালটি এক ভাবে টানা একমাস টিআরপির প্রথম স্থান অধিকার করে রেখেছিল।

কিন্তু এতেই শেষ নয়, খুব সম্প্রতি হওয়া বাংলা সিরিয়ালের জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ সোনার সংসার অ্যাওয়ার্ড ’ এ পুরস্কার জিতে আদৃত রায় একটি মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পরনে তার ছিল নীল সাদা রঙের শার্ট ও চশমা। আর ছবির ক্যাপশনে ছিল , আমার প্রিয় বন্ধুর উপহার দেওয়া চশমা। অপর দিক থেকে সৌমিতৃষা-র তরফে বলা হয়, মহিলা মহল উচ্ছে বাবুর নতুন লুকে একেবারে কুপকাত। এই কমেন্টের পর স্বাভাবিক ভাবেই হতবাক সকলেই । শেষ মেশ নাকি উচ্ছে বলে সম্বর্ধনা।

news 2
আরও পড়ুন ….লুকিয়ে সাত পাকে রণবীর-আলিয়া? দেখে নিন বিয়ের ছবি
আরও পড়ুন ….হঠাৎ রেগে লাল জন আব্রাহাম, ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রকাশ্যে গালমন্দ
ছবির কমেন্টে সৌমিতৃষা মজার ছলে লেখেন, ‘ মুখটা পুরো উচ্ছের মতো ‘। আর তার সঙ্গে ছিল হাসির ইমোজি। এর পর এই কমেন্ট ঘিরে উঠেছে হাসির ফোয়ারা। হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরাও। কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে নেটিজেনদের মনে, যে আদৃত রায় -র বেস্ট ফ্রেন্ডটা আসলে কে? তবে সে যাই হোক না কেন অনস্ক্রিন চরিত্রের পর এই জুটির একত্রে সোশ্যাল মিডিয়ায় এই খুনসুটিকে বেশ ভাল রকম ভাবেই উপভোগ করছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন ….হিন্দু উৎসব পালন, ইসলামের বেলায় ঠুটো! হিন্দু উৎসব পালন করায় আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী সারা আলি খান
প্রসঙ্গত, বাংলা সিরিয়াল হল এক কথায় অবসর সময়ে বাঙ্গালীর সঙ্গী। আর সেই সঙ্গকে আরও মজবুত করতে বাংলা সিরিয়াল এর এক অন্যতম সেরা উপহার ছিল ‘ মিঠাই ‘। এই সিরিয়ালের জনপ্রিয় দুই চরিত্র সিড ও মিঠাই দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু তার পরও এদের দুজনকেই সর্বদা ওনস্কিন টম ও জেরির মত মনে হত। বাংলা সিরিয়াল এর এই দুই চরিত্রের অসাধারণ কেমিস্ট্রি মন ছুঁয়ে গেছিল বাংলার সিরিয়াল প্রেমিদের মন। খুব সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের মুহূর্তে সিড চরিত্রে অভিনিত আদৃত রায় সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করলে তার পরিপ্রেক্ষিতে মিঠাই চরিত্রে অভিনিত সৌমিতৃষা তাকে উচ্ছে বলে সম্বোধন করে। আর এতেই বোঝা যাচ্ছে যে এই কেমিস্ট্রি এখনো কমে যায়নি।




Leave a Reply

Back to top button