বন্ধুর প্রেমে মত্ত হয়ে রবি হলেন রিয়া! তবু পেলেন না প্রেমের কদর

ভালোবাসায় মানুষ কিই না করে। দশরথ মাঝির পাহাড় কেটে ফেলার গল্প তো আমরা সবাই জানি। কিন্তু নিজের সীমা ছাড়িয়ে ভালোবাসার পর যদি অপর সাথী সেই ভালোবাসার কদর দিতে না পারে, তাহলে পরিস্থিতি হয়ে ওঠে ক্রমশ জটিল। সম্পর্কের মধ্যে মধুরতা কমে গিয়ে বেড়ে ওঠে তিক্ততা। তেমনই এক রিপোর্ট উঠে এসেছে পাঞ্জাবের অমৃতসর থেকে। প্রেমে পড়ে করেছিলেন নিজের লিঙ্গ পরিবর্তন, তবুও টিকলো না সেই ভালোবাসা!

কেন সে এই কাজ করেছেন, তাও জানিয়েছেন নিজের মুখে। ঘটনার সূত্রপাত হয় পাঞ্জাবের জলন্ধর এলাকায়, যেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন রবি। সেখানে কাজ করার সময় তার সাথে আলাপ হয় অর্জুন নামের অপর এক যুবকের। এবং ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। সেই বন্ধুত্ব এতটাই গভীরে চলে যায় যে, তারা একে অপরের প্রেমে পড়ে আর এখানেই ঘটে বিপত্তি।

বেশ কিছুদিন প্রেম করলেও পরবর্তীতে তারা ভাবে যে, সমলিঙ্গ প্রেম সমাজে যেমন কেউ ভালো চোখে দেখবে না তেমনি তা টিকিয়ে রাখাও মুশকিল। কিন্তু রবি অর্জুনের প্রেমে এতটাই পাগল হয়ে পরে যে সে কোনো মতেই তাকে ছাড়তে চায় না এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের লিঙ্গ পরিবর্তন করে ‘রবি’ থেকে সে হয় ‘রিয়া’। আশ্চর্য লাগলেও এহেন কান্ড ঘটিয়ে এরপর দুজনের বিবাহ হয় এবং তাদের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়।

আরও পড়ুন Karishma Kapoor: বন্ধুর সাথে যৌনতার প্রস্তাব দেয় সঞ্জয়, করিশমার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন

বর্তমানে জানা যাচ্ছে, বেশ কিছুদিন তাদের সম্পর্ক ভালোভাবে চললেও পরবর্তীতে অর্জুন নামের যুবকটি আর রিয়াকে সহ্য করতে না পেরে কিন্নর সমাজের কাছে তাকে ছেড়ে আসার কথা জানায়। এরপরেই পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে দেখে রিয়া স্থানীয় পুলিশ থানায় গিয়ে নিজের অভিযোগ জানিয়েছে বলে খবর। সে জানায় যে, প্রথমে সবকিছু ঠিক ছিলো। এরপর তার সন্দেহ হতে থাকে অর্জুনের জীবনে নতুন কোনো মহিলার আগমন ঘটেছে এবং তারপর থেকে সে তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। আর বর্তমানে কিন্নর সমাজের কাছে তাকে রেখে আসার কথা জানালে সে ভয় পেয়ে পুলিশে অভিযোগ জানিয়েছে।

পুরো অভিযোগ শোনার পর স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এই মামলাটি তদন্ত করে দেখছে এবং দোষীকে যে রেয়াত করা হবে না সে বিষয়ে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন ‘মুখ টাই উচ্ছের মতো’! সিরিয়াল পেরিয়ে বাস্তব জীবনেও মিষ্টি সম্পর্কে মিঠাই -আদৃত




Leave a Reply

Back to top button