আদৃতের চাঁদপানা মুখকে উচ্ছের সাথে তুলনা! প্রতিশোধ নিতে সৌমিতৃষাকে ‘শিম্পাঞ্জী’ বলল পর্দার সিদ্ধার্থ

প্রিয়া ধর, কলকাতাঃ ধারাবাহিকের পর্দায় প্রিয় জুটির খুনসুটি দেখতে কার না ভালো লাগে বলুন। আর সেটা যদি হয় বাংলার প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ ( Mithai Serial )। একদম তাই। এই ধারাবাহিকের মূল ইউএসপি পয়েন্ট হল সিড ( Sid ) ও মিঠাই। সম্পূর্ণ ধারাবাহিকটি জমিয়ে রেখেছে এই দুষ্টু জুটি। একদম তাই। এদের খুনসুটি আর মিঠাইয়ের বেল্লেপনা দেখার জন্যই বিকেল থেকে ধৈর্য ধরে টিভির সামনে বসে পড়েন বাঙ্গালি সিরিয়ালপ্রেমীরা।
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বেশ ভালো স্থান দখল করেছে মিঠাই। বর্তমানে মিঠাইয়ের গল্প জমে ক্ষীর। চিত্রনাট্যে বেশ কিছু কাঁট ছাঁট এনে গল্পের মোড় ঘুড়িয়ে দিয়েছেন ধারাবাহিক নির্মাতা। মিঠাই এখন যারা দেখছেন তারা বেশ খচে আছেন তোরসা মামনীর উপর। তার খুটকাঁচালিতেই নাজেহাল আমাদের প্রিয় ‘মিঠাই’। মিঠাইয়ের রেসিপি চুরি করে সকলকে তাক লাগিয়েছিল তোরসা। তাই এই মিথ্যেবাদী তোরসার মুখোশ খুলতেই হেলদি হেঁশেল প্রতিযোগিতায় নাম দেয় মিঠাই।

আরও পড়ুন…………যুদ্ধকালে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার মহাশ্বেতার,দাদাগিরিতে প্রকাশ করেন নিজ অভিজ্ঞতা
ব্যস আর যায় কোথায়! সেখানেই নিজের তৈরি অভিনব রেসিপি রান্না করে সকলের মন জয় করেন তোরসার মুখোশ ছিঁড়ে দেন। মিঠাইকে প্রতিবারের মতই এবারও দেখা গেল মিষ্টি ও লক্ষ্মী মেয়ের মতই বাড়ির বড় বিপদ কাঁধে নিয়ে শান্তি রক্ষা করল। পরিবারের শত্রুদের মিষ্টি কথায় জবাব দিতে ওস্তাদ আমাদের মিঠাই সোনা।
তবে বাড়ির সকলের সাথে যতই লক্ষ্মীটি হয়ে থাকুক না কেন, তার যত বায়না আর জ্বালাতন সব উচ্ছেবাবুর কাছে। উচ্ছেবাবু ওরফে আদৃতও কম যায়না। মিঠাইয়কে জ্বালাতন করার কোনও উপায়ই বাদ দেয় না। পর্দায় এদের খুনসুটি বড্ড ভালোবাসে দর্শক।
আরও পড়ুন…………এস এস রাজামৌলি পরিচালিত RRR- ছবি প্রত্যাখ্যান করেছিলেন ৫ নাম জানা অভিনেত্রী
সাম্প্রতিকতম এপিসোডে দেখা গেছে মিঠাইয়ের মাথায় গাট্টা মেরে বসেছে সিড। গাট্টা খেয়ে বাংলা পাঁচের মত মুখ করে ভেল ভেলিয়ে থাকিয়ে থাকে মিঠাই। আর তখনই সিড বলে মিঠাইকে নাকি এক্কেবারে শিম্পাঞ্জির মত দেখতে। আর যায় কোথায় শুরু হয় দুজনের হাতাহাতি। মিঠাই সিডের কাণ্ডে হেসে খুন নেটবাসী। অনেকেই মন্তব্য করেন বাস্তবের খুনসুটিগুলো নাকি তারা পর্দায় তুলে ধরে।