‘ভোট দিলেই নগ্ন হব’! দর্শকের নজর টানতে নগ্নতার হাতছানি পুনমের

আবারও বিতর্কিত মন্তব্য পুনম পাণ্ডের (Poonam Pandey)। আবারও নগ্ন হওয়ার ঘোষণা করলেন তিনি। তবে তাঁর জন্য ভক্তদের এক শর্ত দিয়েছেন পুনম (Poonam Pandey)। সেই শর্ত পূরণ করলেই নাকি নিজের দেওয়া কথা রাখবেন তিনি। পুনমের (Poonam Pandey) এই কথায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। হচ্ছে ট্রোলিংও। তবে পুনম কিন্তু নির্বিকার।
সবার নজর কীভাবে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয় তা খুব ভাল ভাবেই জানেন পুনম পাণ্ডে (Poonam Pandey)। বহুবার নিজের এই বিতর্কিত জনপ্রিয়তার ফায়দা লুটতে দেখা গিয়েছে তাঁকে। একবার তিনি দাবি করেছিলেন, ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলে তিনি নগ্ন হবেন। এবার কঙ্গনা রানাওয়াতের শোতেও একই পন্থা অবলম্বন করলেন পুনম।
কঙ্গনার নতুন রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp)এ প্রতিযোগী হয়ে এসেছেন পুনম (Poonam Pandey)। সাম্প্রতিক পর্বে তিনি ঘোষনা করেন, যদি দর্শকরা ভোট দিয়ে তাঁকে চার্জশিট থেকে বাঁচিয়ে দেন তবে তিনি একটি বড় সারপ্রাইজ দেবেন। তাও আবার ক্যামেরার সামনে সরাসরি।
পুনমের সহ প্রতিযোগী মুনাওয়ার, আজমা পালটা প্রশ্ন করতে থাকেন, কী এমন সারপ্রাইজ দেবেন পুনম। তার আগাম একটা ট্রেলার হয়ে যাক দর্শকদের জন্য। অনেক বলার পর পুনম স্বীকার করেন, তিনি যদি চার্জশিট থেকে বেঁচে যান তবে ক্যামেরার সামনে পোশাক খুলে ফেলবেন। পুনমের এমন পরিকল্পনা আন্দাজ করতে পারেননি কেউই। বাকিরা হতভম্ব হয়ে যেতেই জোরে হেসে ওঠেন তিনি।
এর আগে পুনম (Poonam Pandey) জানিয়েছিলেন, তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। পরিশ্রম করে সন্তানদের বড় করেছেন তাঁর মা। ছোট থেকেই দারিদ্র দেখে বড় হয়েছেন পুনম। এমন সময়ও গিয়েছে যখন টাকার অভাবে পান্তা ভাত খেয়ে খিদের উপশম করেছেন তাঁরা। পুনম বলেন, তাঁর স্বীকার করতে কোনো লজ্জা নেই যে তিনি প্রচার পাওয়ার জন্য অনেক কিছু করেছেন যা হয়তো করা উচিত ছিল না।
আরও পড়ুন জামার ফাঁকে উপচে পড়ছে সুঢোল স্তনযুগল, কঙ্গনার রুপের আগুনে ঝলসে যাচ্ছে নেটপাড়া
কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে মুখ খুলেছিলেন পুনম (Poonam Pandey)। পুনম (Poonam Pandey) জানিয়ে ছিলেন, তিনি এখন সিঙ্গল। আপাতত, কোনও সম্পর্কে যাওয়ার তাড়া নেই তাঁর। একাই জীবন কাটাতে চান। কারণ, বিয়ের থেকে তাঁর বিশ্বাস উঠে গিয়েছে। আর নেপথ্যে রয়েছে তাঁর স্বামী স্যাম। পুনমের কথায়, সংসার নিয়ে খুব স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন ভেঙে গেল আমার। স্যাম আমার উপর অকথ্য অত্যাচার করত। খুব খারাপ সময় দিয়ে গিয়েছি। এখন একটু শান্তিতে বাঁচতে চাই। অনেক দূরে চলে যেতে চাই এসব থেকে। তবে অতীত ভুলতে চাই। নিজেকে ভাল রাখতে চাই এবার।
তবে এই রিয়ালিটি শো’য়ে (Lock Upp) এসে পুনম জানিয়েছিলেন নিজের ওই এরোটিক মডেলের তকমা বাইরেও যে পুনম লুকিয়ে রয়েছে সেই পুনমকেই দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। সব ঠিকই ছিল, এরই মধ্যে এই ঘোষণা। পুনম ভক্তরা কি এই প্রস্তাবে সাড়া দেবেন? নিন্দা যেমন চলছে ঠিক তেমনই প্রশ্ন উঠছে শো- (Lock Upp) এর শালিনতা নিয়েও।
আরও পড়ুন শাহরুখের সাথে নাচতে গিয়ে গর্ভপাত! রাগের বশে কাজলকে চড় মারেন অজয়