স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সহচরী! এবার কি ভাঙ্গতে চলেছে সংসার

প্রিয়া ধর, কলকাতাঃ বাঙ্গালী দর্শকদের আনন্দের খোরাক হল বাংলা সিরিয়াল। এখনকার বাংলা সিরিয়ালগুলো অনেক এগিয়ে গেছে। গল্পে ও দৃশ্যে নানা রকম বৈচিত্র্য নিয়ে এসে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলা সিরিয়াল। বাংলা ধারাবাহিকগুলো এখন স্টিরিওটাইপ ধারণা থেকে বেড়িয়ে আসছে।

বাংলা সিরিয়ালের প্রসঙ্গ যখন এসছে তখন স্টার জলসার কথা আসবে না এমনটা নয়। স্টার জলসায় প্রচারিত ‘আয় তবে সহচরী’ ( Aay Tobe Sohochori ) ধারাবাহিকটি এখন দর্শকদের পছন্দের ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ধারাবাহিকটি জনপ্রিয় হওয়ার সবথেকে প্রধান কারণ এটি একটি নারীকেন্দ্রিক চরিত্র। এখনকার ধারাবাহিকগুলোতে নারীকেন্দ্রিক চরিত্রের প্রাধান্য অনেক বেশি লক্ষ্য করা যায়।

 Aay Tobe Sohochori
Aay Tobe Sohochori

আরও পড়ুন……………‘বাবার নীরব যন্ত্রণার সাক্ষী থেকেছি’, রণবীরের মুখে ঋষির স্মৃতিচারণায় আবেগে ভাসল নেটবাসী

‘আয় তবে সহচরী’তে প্রধান চরিত্রে রয়েছে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ কনীনিকা ( Koneenica Banerjee )। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী বহুদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে পুনরায় কামব্যাক করতে চলেছেন টেলিভিশনের পর্দায়। দর্শক খুব ই উত্তেজিত তার উপস্থিতি নিয়ে। টিআরপি তালিকায় বেশ এগিয়ে রয়েছেন ‘আয় তবে সহচরী’।

এই ধারাবাহিকের জনপ্রিয়তার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল এই ধারাবাহিকটি অনেক বেশি বাস্তবমুখী। এক সাহসী জীবন সংগ্রামেব্রতী নারীর ঘটনা তুলে ধরেছে ‘আয় তবে সহচরী’। এখানে কনীনিকা একজন সাহসী নারী। যিনি নিজের দায়িত্ব নিজেই পরিচালনা করেন। অন্যায়ের বিরুদ্ধে সরব হতে তার কখনও ভয় করে না। দর্শকদের মধ্যে সহচরী ওরফে কনীনিকার অভিনয় বেশ প্রশংসিত। এখানেও তার অন্যাথা হয়নি।

আরও পড়ুন…………পৃথিবীর বাইরে রাগী গ্রহ বৃহস্পতিতে রয়েছে প্রাণ! গবেষণায় বিজ্ঞানীদের চাঞ্চল্যকর দাবি

সম্প্রতি এই ধারাবাহিকে নয়া মোড় দেখা দিয়েছে। সহচরী ও তার স্বামী সমরেশের মধ্যে ঘটে গেল বিচ্ছেদ। স্বামী সমরেশ স্ত্রী কন্যা থাকা সত্বেও দেবিনা বলে এক পরনারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর ঘটনা ঘোচরে আসতেই আইনি বিচ্ছেদের মধ্যে দিয়ে বেড়িয়ে আসেন কনীনিকা। এই মুহূর্তে বিচ্ছেদ পর্ব দিয়ে বেশ জমজমাট চলছে ‘আয় তবে সহচরী’। বাকি পর্বেও থাকবে টুইস্ট। তার জন্য দেখতে হবে ‘আয় তবে সহচরী’।




Leave a Reply

Back to top button