শঙ্খ-মোহরের সম্পর্ক কি আদেও বাস্তব? অকপটে প্রতীক সেন

অহেলিকা দও, কলকাতা : দীর্ঘ আড়াই বছরের পথচলায় ইতি। মন খারাপ ‘মোহদীপ’ ভক্তদের। গত কয়েক দিন ধরেই দুপুর ২ টোয় টিভির পর্দায় আর ‘মোহর’ ( Mahor ) দেখার সুযোগ নেই, পুরোনো এপিসোড ঝালিয়ে নিতে হটস্টারই ভরসা। বাংলা টেলিভিশনে একটা সময় সকলের রেকর্ড ভেঙ্গে টিআরপি ( TRP ) এনেছিল স্টার জলসার ( Star jalsa ) এই জনপ্রিয় মেগা সিরিয়াল। বেঙ্গল টপার, চ্যানেল টপার- সব খেতাবই একটা সময় আয়ত্ত করেছিল ‘মোহর’ ( Pratik Sen )।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন উঠেছিল ‘মোহর’ বন্ধ হওয়ার। কিন্তু অভিষেক চট্টোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুর পর এই সিরিয়াল শেষ করবার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। সেকথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন সিরিয়ালের মুখ্য চরিত্র প্রতীক সেন ( Pratik Sen )। ‘মোহদীপ’ ছোট পর্দায় যেমন জনপ্রিয় জুটি, তেমনই বাস্তবেও দুজনের প্রেম নিয়ে ফিসফিসানি বেশ জোরালো, যদিও নিজের মুখে তাঁরা কোনওদিনই স্বীকার করেনি সে কথা। বাস্তবে কি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন শঙ্খ-মোহর?

Pratik Sen
Pratik Sen

এক সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে শঙ্খ ওরফে প্রতীক বলেন ( Pratik Sen ), “আমাদের জুটিকে জনপ্রিয় করেছেন দর্শক। তাই সুযোগ পেলে আগামী দিনে আবারও পর্দায় জুটি বাঁধতে রাজি আছি। সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন কিছু বলার নেই। দর্শকদের উপরেই আবারও নির্ভর করছি। ওঁরাই বরং ঠিক করুক, বাস্তবেও কি মোহর-শঙ্খ এক ছাদের নীচে থাকবে?’ নিজেদের সম্পর্কের ভবিষ্যত দর্শকদের হাতে ছেড়ে দিলেন শঙ্খ।

Pratik Sen
Pratik Sen

আড়াই বছরের বেশি সময় ধরে শঙ্খদ্বীপ রায়চৌধুরীর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন প্রতীক ( Pratik Sen )। সিরিয়াল শেষ হওয়ার পর কেমন করে কাটছে দিন এর উওরে প্রতীক বলেন, “বড্ডো ফাঁকা লাগছে। মোহর এতটাই জুড়ে ছিল। শঙ্খ-মোহরকে সবাই এতো ভালোবেসেছেন। আদি স্যার-অদিতি ম্যামকে জনপ্রিয় করেছেন। সে কী উন্মাদনা আমাদের নিয়ে!”

আরও পড়ুন….স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সহচরী! এবার কি ভাঙ্গতে চলেছে সংসার

শুরুতে এই সিরিয়ালে শঙ্খ জেঠুমণির চরিত্রে দেখা যেত প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কে, পরে সেই স্থান সম্পূর্ণ করেন দুলাল লাহিড়ি। একটা সিরিয়াল চলতে চলতেই আরও এক সদস্যকে হারানো। এই কথায় প্রতীক বলেন, “মিঠুদার শূন্যস্থান পূরণ হবার নয়। তাই কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধ ছিল, এ বার শেষ হোক ধারাবাহিক। জোর করে চালানোর মানে নেই।”

আরও পড়ুন….সিনেমাপ্রেমীদের জন্য দারুন সুখবর, প্রসেনজিৎ এর দেওয়া খবরে উচ্ছসিত সুপারস্টার দেব

শঙ্খর মতোই প্রতীকও ( Pratik Sen ) একা থাকতে পছন্দ করেন। গল্প লিখে, কবিতা লিখে সময় কাটান। চুপচাপ বসে থাকতে  ভালোবাসে না সে। ইতিমধ্যেই প্রতীকের হাতে একগুচ্ছ কাজের অফার রয়েছে, তবে একটাও তাঁর চরিত্রের সাথে মানানসই নয়। তাই তিনি যে চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন কেবল সেই চরিত্রই বেছে নেবেন।




Leave a Reply

Back to top button