‘নগ্নতা আর যৌনতা প্রদর্শন ছাড়া আর কিছুই পারিস না’, পুনম পান্ডকে নোংরা ভাষা বলায় পায়েলের হাজতবাস

প্রিয়া ধর, কলকাতাঃ ভারতীয় বেশ কিছু রিয়েলিটি শো অনেকবার অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে। যেমন জনপ্রিয় ও হাই টিআরপিযুক্ত শো ‘বিগ বস’। বহুবার পাবলিকের গালি গালাজ খেয়েছে। এসবের পেছনে আর কিছুই না একটাই কারণ শোগুলোর অভব্য আচরণ ও নোংরামো। আর এসবের জন্য এবার শিরোনামের শীর্ষে উঠে এলে ‘লক আপ’। কঙ্গনা রানাওয়াতের পরিচালনায় ‘লক আপ’ প্রথম থেকেই শিরোনামের শীর্ষে ছিল।
এই রিয়েলিটি শো’তে অংশ নিয়েছে বলিউডের অনেক বিতর্কিত তারকরা। অনেকেই বলেছেন এই শো একেবারে ধামাকার বিতর্কের জন্ম দেবে। কঙ্গনা যেমন ‘লক আপ’ ( Lock Upp–Kangana Ranaut ) এর মুখ্য আকর্ষণ তেমনি আরও একজন মুখ্য আকর্ষণ হল এই শো’র প্রতিযোগী পুনম পাণ্ডে। দর্শকদের অনেকেই এই শো’টিকে ‘বিগ বস’ এর সাথে তুলনা টেনে কপি বলে অভিযোগ এনেছিলেন। সেই বিতর্ক কাটতে না কাটতেই শুরু হল নয়া বিতর্ক।

আরও পড়ুন…………মুক্তির আগেই বাজিমাত KGF 2, ট্রেলারে লাস্যময়ী শ্রীনিধির জ্বরে কাবু নেটনাগরিকেরা
এবার ঘটনার সূত্রপাত প্রতিযোগীদের মধ্যে। দেখা যায় পায়েল রোহাতিগা ও জিশান খান নামের দুই প্রতিযোগীর মধ্যে তুমুল ঝামেলা হল সম্প্রদায়কে কেন্দ্র করে। ঝামেলা এক সময় হাতাহাতিতে চলে যায়। এর পরেই দেখা যাচ্ছে বেশ রেগেমেগে এই ঘটনায় জড়িয়ে পড়ে পুনম।

পুনম পায়েলের উপর চড়াও হতে যায়, এতে অন্য প্রতিযোগীরা হকচকিয়ে যায়। তারা পায়েল ও পুনমকে ( controversial celebrities Payal Rohatgi-Poonam Pandey ) সরিয়ে আনার চেষ্টা করে। এখানেই সমস্যার শুরু। পায়েল পুনমকে বলতে থাকে, ‘তুই আর কি পারিস! শুধু ন্যাংটো হতে পারিস আর নিজের মা-বাবাকে গাল খাওয়াতে পারিস। এর বেশি কিছুই পারিস না। নিজের যৌনতা অন্য কোথাও দেখাস’।
আরও পড়ুন………স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সহচরী! এবার কি ভাঙ্গতে চলেছে সংসার
প্রথমদিকে এই শো’টি দর্শকদের অনেক পছন্দ হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে লক আপের অভ্যন্তরীণ পরিবেশ এতটাই জঘন্য হয়ে উঠছে যে সকলেই এই শো বন্ধের দাবি তুলেছে। এছাড়াও কঙ্গনা নিজেও পায়েল ও পুনমকে কড়া ভাষায় তিরস্কার করেছে।