বলি টু হলি, বিশ্বে সেরার সেরা হ্যান্ডসাম ফিগারের খেতাব বিদ্যুৎ-এর ঝুলিতে

ট্রেন্ড অনুযায়ী বলিউড মানেই হল অ্যাকশন। দর্শকদের রোম্যান্সের চাহিদা তো আছেই কিন্তু কিন্তু বর্তমানে এই অংশে একটা বড়মাপের জায়গা করে নিয়েছে অ্যাকশন সিকোয়েন্স। বলিউডে তাবড় তাবড় নাম রয়েছে যারা এখন এই অ্যাকশন এর জন্য বিখ্যাত। তার মধ্যে যদি একটা নাম বাছাই করতে বলা হয় তাহলে অনুরাগীদের মারফত যেই নামটি প্রথমে আসবে সেটা হল , আর কেউ নন বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো বিদ্যুৎ জামাল ( Vidyut Jammwal)।
বিদ্যুৎ প্রথম থেকেই এই অ্যাকশন সিকোয়েন্সের উপর ভিত্তি করেই বিখ্যাত। ২০১১ সালে বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত ছবি ‘ফোর্স’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন বিদ্যুৎ। বর্তমানে তাকে প্রায় সকলেই বলিউডের একজন যোগ্যতম অ্যাকশন হিরো হিসেবে বিবেচনা করে। বলিউড অভিনেতা বিদ্যুতের ফিটনেস অনায়াসে টেক্কা দিতে পারে হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের।
আরও পড়ুন ….ঠোঁটে ঠোঁট রেখে চরম নোংরামো, অশ্লীলতার আসর জমিয়েছে ‘ইস্মার্ট জোড়ি’
আরও পড়ুন ….গোপনে বিয়ে সেরেছেন শ্রুতি স্বর্ণেন্দু!ফাঁস হতেই লজ্জায় লাল শ্রুতি
সিনেমা চাই হিট হোক বা না হোক বিদ্যুৎ জামাল হল বলিউডের একজন একমাত্র অভিনেতা যিনি তার অ্যাকশন দিয়ে দর্শকদের মন জয় করতে পারেন। আর ঠিক এই কারনেই দর্শকরা তার সিনেমা দেখতে হলমুখো হয়। বিদ্যুতের অ্যাকশনের সময় দর্শকরা চোখের পলক ফেলা তো দূর তারা তাদের আসন ছেড়ে উঠতেও পারে না। আর এর অন্যতম বড় উদাহরণ হল বিদ্যুতের অভিনীত ছবি ‘ কমান্ড সিরিজ ’। এই সিরিজের অ্যাকশন আজও অব্দি দর্শকদের মনে গেঁথে রয়েছে।
আরও পড়ুন ….‘নগ্নতা আর যৌনতা প্রদর্শন ছাড়া আর কিছুই পারিস না’, পুনম পান্ডকে নোংরা ভাষা বলায় পায়েলের হাজতবাস
বলিউডের বিখ্যাত এই অ্যাকশন হিরো বিদ্যুৎ জামাল ১৯৮১সালের ১০ ই ডিসেম্বর উত্তর ভারতে জম্মু কাশ্মীরের একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত একজন সেনা আধিকারিক। বলিউডের এই অ্যাকশন হিরো বিদ্যুৎ মাত্র ৩ বছর বয়স থেকেই ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্তুতে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। বিদ্যুৎ কেরালার পালাক্কারে অবস্থিত একটি ‘আশ্রম’ থেকেও বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন।
শোনা যায় যেই আশ্রমটিতে বিদ্যুৎ এই প্রশিক্ষণ নিয়ে ছিল সেই আশ্রমটি তার মা অর্থাৎ রাখি জামালের দ্বারা পরিচালিত ছিল। বিদ্যুৎ জামাল শৈশব থেকে অ্যাকশেনকে এতটা ভালবাসতেন যে শুধু ভারত নয় ভারতের বাইরেও একাধিক দেশে গিয়ে মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছেন। জানা গেছে প্রশিক্ষণের সময়েও তিনি অনেকবার লাইভ অ্যাকশন শোও করেছেন।
প্রসঙ্গত, বিদ্যুৎ জামাল ১৯৮১সালের ১০ ই ডিসেম্বর উত্তর ভারতের জম্মু কাশ্মীরের একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার ন্যাক ছিল অ্যাকশনের প্রতি। বিদ্যুৎ জামাল মাত্র ১৬ বছর বয়সে দিল্লিতে মডেলিং শুরু করেন। মডেলিং করার সময়ই তিনি একটি তেলেগু ছবিরও অফার পেয়েছিলেন বলে জানা যায়। বিদ্যুৎ জামাল এমন একজন অভিনেতা যিনি অভিনয়ের পাশাপাশি একজন ‘স্টান্ট আর্টিস্ট’, ‘মার্শাল আর্ট প্রফেশনাল’ এবং ‘কালারিপায়াত্তু বিশেষজ্ঞ’ হিসেবেও পরিচিত।