সম্পত্তির এক পয়সাও দেব না, প্রকাশ্যে মেয়ে সোনাক্ষীকে বহিষ্কার করলেন শত্রুঘ্ন

বলিউডে এনাকে সবাই চেনে তার ডায়লগের জন্য। অসাধারণ অভিনয়ের সাথে সাথে ছিল ডায়লগের অসাধারণ টাইমিং। যার দরুন একটা সময় তার প্রায় প্রতিটা ছবিই সুপারহিট হত। তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় সুপারস্টার ( বিহারিবাবু) শত্রুঘ্ন সিনহা। গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি শত্রুঘ্নকে চেনে তার অসাধারণ ডায়লগ ডেলিভারি এবং তার অসাধারণ চরিত্রের জন্য। তার অভিনীত ছবিগুলির মাধ্যমে সিনেমা জগতে শত্রুঘ্ন নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিতে পেরেছেন।
শত্রুঘ্ন সিনহার পরিবারে রয়েছে তার দুই ছেলে লব সিনহা ও কুশ সিনহা, তার এক মেয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এনারাও যে যার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সোনাক্ষী সিনহা। যাকে অনেকে বলিউডে আসলি সোনা নামেও চেনে। কিন্তু কিছু দিন যাবত বাবা ও মেয়ের কিছু টানাপোড়েনের কাহিনি নিয়ে তোলপাড় হচ্ছে নেটপাড়া।

untitled 111
আরও পড়ুন ….শ্রীলঙ্কার মতো অর্থ কষ্টে ভুগতে পারে বাংলা, সচিবদের সর্তক ঘিরে শুরু রাজনৈতিক দ্বৈরথ
আরও পড়ুন ….ফের নেটপাড়ায় জোয়ার তুলেছে আরিয়ান-সুহানা, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
খুব সম্প্রতি বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ঘোষণা করেন যে তার মেয়ে অর্থাৎ সোনাক্ষী সিনহা তার সমস্ত সম্পত্তির কানাকড়িও পাবে না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এই নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত হয় কিছু দিন আগে। সম্প্রতি বলিউডের একটি প্রচলিত রিয়ালিটি শো দ্যা কপিল শর্মা শো তে শত্রুঘ্ন সিনহা এই বয়ান পেশ করেন। তিনি বলেন, তার মেয়ে সোনাক্ষীর বদলে তার সমস্ত সম্পত্তির অধিকারী হবে তার দুই ছেলে লব ও কুশ।
আরও পড়ুন ….রশ্মিকা থেকে ক্রাশ্মিকা! দক্ষিণী হট বম্বের জন্মদিনে মেতেছে নেটপাড়া
কিন্তু এমনকি হল যে শত্রুঘ্ন তার নিজের সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করলেন সোনাক্ষীকে। এই মুহূর্তে তার পিতার এই বয়ানের পর চর্চার শিরোনামে রয়েছে সোনাক্ষী। বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার বক্তব্য, তার মেয়ে সোনাক্ষী নিজের গুনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত। শত্রুঘ্ন মনে করছেন এই সম্পত্তির অংশ তার দুই ছেলে লব ও কুশ পেলে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। তবে এই বিষয়ে ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহা হল বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতির জগতেও নিজের বিশেষ ছাপ রেখেছেন। তিনি বিহারের পাটনা লোকসভা কেন্দ্রে দীর্ঘ দিনের সাংসদ ছিলেন। বর্তমানে শত্রুঘ্ন সিনহা পশ্চিমবঙ্গের অন্তর্গত আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন। তার মেয়ে সোনাক্ষী সিনহা ও নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার অসাধারণ অভিনয়ের কারনে আজ তার জগত জোড়া খ্যাতি।




Leave a Reply

Back to top button