ধূলোকনা ধারাবাহিকে নতুন টুইস্ট, গল্পের মাঝেই হাজির ফুলঝুড়ির বাবা-মা

ফের একবার চর্চিত বাংলা ধারাবাহিক। টিআরপি রেটিংয়ে প্রথম জায়গা দখল করতে একের পর এক টুইস্ট দিতে মরিয়া বাংলা ধারাবাহিক ( Bengali serial ) গুলি। এবার এই সূচি থেকে বাদ পড়ল না স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকনা’। কারণ ঐ যে টুইস্ট। ধূলোকনা ধারাবাহিকে এক তরফা ষড়যন্ত্রের পর একটু স্বাদ বদলাতে গল্পে এসেছে নতুন মোড়।

গল্পে চড়ুইয়ের একের পর এক ষড়যন্ত্রের জালে জর্জরিত হয়ে জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল ফুলঝুরির জীবন। গল্পে দেখা গেছে যে এতদিন যাবৎ ফুলঝুরির কোন বাবা-মা ছিলেন না। যাদের এতদিন ফুলঝুড়ি বাবা-মা ভেবে এসেছিল তারা আসলে ফুলঝুড়ির কেউ নন। ফুলঝুড়ি তাদের কুড়িয়ে পাওয়া সন্তান মাত্র। ফুলঝুড়ি সেই বাড়িতে আশ্রিতার মতো থাকে। ধারাবাহিকে ফুলঝুড়ি যখন মানিকে বিবাহে অস্বীকার করেন ঠিক তখনই দর্শকদের সামনে এই রহস্য ফাঁস হয়।

untitled333
আরও পড়ুন ….জলন্ত বাডিতে ঢুকে বাঁচালেন একরত্তির প্রাণ, পুলিশকর্মীর কাজে শিহরিত নেটিজেনরা
আরও পড়ুন ….কথা বলার ক্ষমতাও নেই, মাকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন যশ
তাহলে? কে ফুলঝুড়ির বাবা-মা ? এতদিন যাবৎ ধারাবাহিকে টের পাওয়া যায় নি যে কে আসলে ফুলঝুড়ির বাবা-মা। কিন্তু এইবার হয়তো দর্শকদের সামনে থেকে সেই রহস্যের পর্দা উঠতে চলেছে। কারণ এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে পরমা ও বুলেট এর এন্ট্রি হয়েছে। আর ধারাবাহিকের আসন্ন পর্ব থেকে জানা যেতে পারে যে বুলেট ও পরমাই ফুলঝুড়ির আসল বাবা-মা।
আরও পড়ুন ….সম্পত্তির এক পয়সাও দেব না, প্রকাশ্যে মেয়ে সোনাক্ষীকে বহিষ্কার করলেন শত্রুঘ্ন
অতএব ধারাবাহিকে গল্পের স্রোত অনুযায়ী দেখা যাচ্ছে, ফুলঝুড়ি এতদিন যে বাড়িতে থেকে এসেছে সেটা আসলে তাঁরই পরিবার। আর গল্পে ফুলঝুড়ির প্রান ওষ্ঠাগত করে রেখেছিল সে আর কেউ নয় ফুলঝুড়িরই খুড়তুতো বোন। ধূলোকনা ধারাবাহিকে এই রকমের টুইস্ট দেখতে পেয়ে আপ্লুত দর্শক মহল। মানে এটাই দাঁড়াচ্ছে, যেই পরিবারে এতদিন ফুলঝুড়ি আশ্রিতার মতো থেকে এসেছে সেটা আসলে তাঁরই পরিবার। এবার আগামী দিনে কি টুইস্ট দিতে চলেছে এই ধারাবাহিক তাই দেখার আগ্রহে রয়েছেন বাংলা ধারাবাহিকের দর্শকরা।

প্রসঙ্গত, এই ধূলোকনা ধারাবাহিকে ফুলঝুড়ির চরিত্রে অভিনয় মানালি দে। গল্পের স্রোত অনুযায়ী দেখা যাচ্ছে যে এতদিন ফুলঝুড়ি যেই পরিবারের আশ্রিতার মতো থেকে এসেছে সেটা আসলে তাঁরই পরিবার। এদিকে এই ধারাবাহিককে পরমার চরিত্রে আগমন হয়েছে শম্পা ব্যানার্জির। দেশের মাটি , রানী কাহিনী-র পর ফের বাংলা সিরিয়ালে প্রবেশ শম্পা ব্যানার্জির। যার ফলে স্বাভাবিক ভাবেই আপ্লুত ধূলোকনার দর্শকরা।




Leave a Reply

Back to top button