বেঁচে থাকলে তবে তো গান গাইব! আধুনিক গানের অবলুপ্তি নিয়ে চিন্তায় লোপা মুদ্রা

বাংলা আধুনিক গান। একটা সময় প্রায় প্রতিটা বাঙালি এই শব্দটার সাথে পরিচিত ছিল। সিনেমার পাশাপাশি মানুষের অন্যতম প্রিয় বিনোদনের মাধ্যম ছিল এই বাংলা আধুনিক গান। কিন্তু এখন সময় বদলেছে, সময়ের সাথে সাথে বদলেছে মানুষ ও তাদের চিন্তাধারাও। আর এরই সাথে সাথে বদলে গেছে তাদের গানও। খুব বেশি দিনের কথা নয় আজ থেকে মাত্র দুই দশক আগের কথা। আধুনিক বাংলা গান নিয়ে বাঙালির মনে ছিল তুমুল উন্মাদনা। আধুনিক গান একটা সময় বাংলা ও বাঙালির ছিল ছিল প্রান কেন্দ্র । তার কয়েকটি হল- রবীন্দ্র সংগীত, নজরুল গীতি এবং পুজোর সময় পুজো স্পেশাল আধুনিক গান।
কিন্তু সময়ের সাথে সাথে সেই সব গান, সেই আবেগ লুপ্ত হওয়ার পথে। এই সমস্ত বিষয় নিয়েই খুব সম্প্রতি আধুনিক গান ও এই প্রজন্মের শিল্পীদের প্রসঙ্গে নিজের মতামত জানালেন বাংলা আধুনিক গানের বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। বেশি দিনের কথা নয়। মাত্র গত চার বছর আগের কথা। বাংলা আধুনিক গানের শিল্পী লোপামুদ্রার কন্ঠে উঠে এসেছিল এই আক্ষেপ। তিনি বলছিলেন- ‘ যে বা যারা আমার থেকে বয়সে ছোট কিন্তু কার্য ক্ষেত্রে সহকর্মী তাদের বলি, নিজের গানের দিকে মন দাও উপকার পাবে। নিজের প্রতি আস্থা রাখ , তোমার অর্জন করা জায়গা তোমারই থাকবে। ’
আরও পড়ুন ….পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্যান, সঙ্গে আরো ১৮! তবে কি নিয়ন্ত্রনের মুখে নিউমিডিয়া
আরও পড়ুন ….রোজ নেট মাধ্যমে ধর্ষিত হয়ে আসছে ‘ঝিলিক’,’মা’ খ্যাত শিশুশিল্পী তিথি বসুর মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া
গায়িকার এই রূপ বক্তব্য আজকের দিনে দাড়িয়ে আদৌ প্রাসঙ্গিক কী না তা তো সময় বলবে। কিন্তু এই নিয়ে গায়িকার বক্তব্য। একটা বিশেষ মুহূর্তের সম্মুখীন হয়ে আমার এই কথার বহিঃপ্রকাশ ঘটেছিল। কিন্তু এই গায়িকার বক্তব্য, তিনি মনে করেন আর যাই হোক তার বলা কথায় এই প্রজন্মের কিছু আসে যায় না।
আরও পড়ুন ….তিনি নাকি ‘অপরিবর্তনীয়’! নিজের হাতে আঁকা ‘ট্যাটু’র রহস্য খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা
কিন্তু কারনটা কি শুধুই ক্ষোভ? নাকি অন্য কিছু। শিল্পীর মত, বর্তমান সময়ে দাড়িয়ে বাংলা আধুনিক গান একপ্রকার অবলুপ্তির পথে। তার গাওয়া গান না কোথাও বাজে না কেউ শুনতে চান। অ্যালবাম রিলিজের পর তা নিয়ে সমালোচনা করা দূরহস্ত, তাকে কেন্দ্র করে কোন রকমের লেখালেখিও হয়না। এই পরিস্থিতিতে দাড়িয়ে বাংলা আধুনিক গানের শিল্পী হিসেবে বেচে থাকাটা কার্যত একটা যুদ্ধের মতো।
অনেক গায়ক রয়েছে যারা এই আধুনিক বাংলা গানগুলোকে রিমিক্স করে প্রতিনিয়ত গেয়ে চলেছে। কিন্তু হাল ছাড়তে রাজি নন গায়িকা লোপামুদ্রার, তার দাবি যুদ্ধ চলছে এবং চলবে। এর মূল কারণ হলো গান একটা শিল্প। রাজনৈতিক মঞ্চ নয়। একে দখল করা যায় না, আয় করতে হয়।
প্রসঙ্গত, লোপামুদ্রা মিত্র হল বাংলা আধুনিক গানের একজন বিখ্যাত সংগীত শিল্পী। বাংলা আধুনিক গানে তার অগণিত অবদান রয়েছে। তার গাওয়া গান আজও অব্দি বাংলা ও বাঙালির মনে ভেসে আছে। নব্বইয়ের দশকের এই গায়িকা আধুনিক গানকে এক অন্য পর্যায়ে পৌছে দিতে সাহায্য করেছে। শ্রোতারা সিনেমার গানের পাশাপাশি পছন্দ করত আধুনিক গানও। কিন্তু বর্তমান সময়ে দাড়িয়ে রিমিক্স গানের দৌড়ে অবলুপ্তি ঘটছে বাংলার আধুনিক গানের। এখন শুধুমাত্র বেচে থাকার লড়াইয়ে মত্ত এই সমস্ত শিল্পীরা।