যেখানে জন্মদিনের কেক থাকত, আজ সেখানে মৃত বাবার ছবি! বাবার মৃত্যুশোক সামলে মুখ খুলল অভিষেক কন্যা

প্রিয়া ধর, কলকাতাঃ বেশ কদিন হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি হারিয়েছে নক্ষত্রসম ও প্রতিভাবান অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়কে ( Abhishek Chatterjee )। সদ্য অনুষ্ঠিত হল অভিনেতার পারলৌকিক কাজ। অভিনয় ছাড়াও অভিষেকের প্রাণের চেয়েও প্রিয় ছিল তার কন্যা সাইনা ওরফে ডল ( Abhishek Chatterjee Daughter Saina Chatterjee )। মেয়েকে চোখে হারাতেন অভিনেতা। রাজকন্যার মত করেই বড় করে তোলেন মেয়েকে।

মাত্র বারো বছর বয়সেই মাথার উপর থেকে বট বৃক্ষের ছায়া স্বরূপ বাবাকে হারিয়ে একেবারে ভাষা হারিয়ে ফেলেছে ছোট্ট সাইনা। জানা গেছে বাবার মৃত্যুর পর থেকে মুখে একটিও বাক্য ফোটেনি। কারো সাথে ঠিকভাবে কথাও বলেনি সাইনা। বাবাই ছিল তার কাছের বন্ধু। প্রিয় বাবাকে হারানোর যন্ত্রণা কিছুতেই ভুলতে পারছে না সাইনা।

Abhishek Chatterjee Daughter Saina Chatterjee

আরও পড়ুন…………লাল আলতা পায়ে যেন সাক্ষাৎ মা কালী! ‘গৌরীর’ ঘোমটা কালী রুপে আবেগে ভাসল সিরিয়ালপ্রেমীরা

সূত্র মারফত জানা গেছে, অভিষেকের যেখানে শ্রাদ্ধ হয়েছে সেখানেই প্রতিবছর ধুমধাম করে এলাহি আয়োজনে মেয়ের জন্মদিনের পার্টি দিতেন অভিষেক। মেয়ে সাইনার ইচ্ছানুযায়ী সেখানেই অভিনেতার পারলৌকিক সম্পন্ন করা হয়।

Abhishek Chatterjee Daughter Saina Chatterjee
Abhishek Chatterjee Daughter Saina Chatterjee

আরও পড়ুন…………রোজ নেট মাধ্যমে ধর্ষিত হয়ে আসছে ‘ঝিলিক’,’মা’ খ্যাত শিশুশিল্পী তিথি বসুর মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া

শ্রাদ্ধানুষ্ঠানে অভিনেতার বিভিন্ন বয়সের ছবি ও স্মৃতি দিয়ে সাজানো হয়। চারিদিকে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে তোলা হয়। বাবার মৃত্যু মেনে নেওয়া যেকোনও সন্তানের জন্যই মেনে নেওয়া কঠিন ও দুষ্কর। মেয়ে সাইনাকে সব রকমভাবে বাবার মৃত্যু শোক ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন স্ত্রী সংযুক্তা। মেয়ের সমস্ত আবদার পূরণ করত বাবা অভিষেক। বাবা হিসেবে অভিষেক ছিল একেবারে আদর্শ। সারা বাড়ি জুড়েই কেবল বাবা মেয়ের স্মৃতি।

আরও পড়ুন……………নাবালকের সাথে যৌনলীলায় মত্ত HIV পজিটিভ কাকিমা, সত্য প্রকাশ্যে আসতেই কপালে হাত

উল্লেখ্য মেয়ে সাইনা জানায় সে বড় হয়ে বাবার পথ অনুসরণ করতে চাই। সে অভিনেত্রী হতে চায়। বাবার মত তারও অভিনয় ভালো লাগে। আপাতত কলকাতার নামী স্কুলে সে পড়াশুনো করছে।




Leave a Reply

Back to top button