প্রসেনজিৎ ঋতুপর্ণাই শেষ করেছে অভিষেকের কেরিয়ার! নাম না করে সুপারস্টার জুটিকে ধুয়ে দিলেন স্ত্রী সংযুক্তা

ইনি হলেন টলিউডের একজন বিশিষ্ট অভিনেতা। টলিউডের তাবড় তাবড় নামের সাথে নেওয়া হত এই অভিনেতার নাম ও বাংলা ছবিতে এনাকে অভিনয় করতে দেখা গেছে কিছু বিশেষ চরিত্রে। কখনো হিরোর চরিত্রে আবার কখনো বা বন্ধু বা ভাইয়ের চরিত্রে। তিনি হলেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জি ( Abhishek chatterjee)। বেশ কিছুদিন কেটেছে এই তারকা অভিনেতা প্রয়াত হয়েছেন। কিন্তু এর পর থেকেই বিতর্কের সূত্রপাত। টলিউডের অভ্যন্তরে খুব সম্প্রতি শোনা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির তারকারা অভিষেকের পরিবারকে অর্থ সাহায্য করেছে।
এমনও শোনা যাচ্ছে, একজন পেশায় খেলোয়াড় অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যার দ্বায়িত্ব নিতে চেয়েছেন। এর পর এই সমস্ত ভুয়ো খবর থেকে পর্দা তুলতে সোশ্যাল মিডিয়াতে কার্যত কলম ধরলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি র স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি। এর পর অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানের মুহূর্তে ফের এই প্রসঙ্গ মাথাচাড়া দিতেই নাম না করে বুম্বাদা ও ঋতুপর্ণা কে কার্যত ধুয়ে দিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী। তিনি বলেন, অভিষেকের প্রয়ানের পর অনেক কথা কানে আসছিল। যার দরুন তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন ….বেঁচে থাকলে তবে তো গান গাইব! আধুনিক গানের অবলুপ্তি নিয়ে চিন্তায় লোপা মুদ্রা
আরও পড়ুন ….লাল আলতা পায়ে যেন সাক্ষাৎ মা কালী! ‘গৌরীর’ ঘোমটা কালী রুপে আবেগে ভাসল সিরিয়ালপ্রেমীরা
তিনি বলেন, এখানে যেই অভিনেতার কথা বলা হচ্ছে সেই অভিনেতার সাথে অভিষেকের ব্যক্তিগতসম্পর্ক ভাল ছিল না। অভিনেতার স্ত্রীর দাবি অভিষেকের অভিনয় কেরিয়ার নষ্ট করার পিছনে রয়েছে টলিউডের এই দুই তাবড় অভিনেতা ও অভিনেত্রীর হাত। একটা সময় অভিনেতা অভিষেক চ্যাটার্জি যখন তার কেরিয়ারের শীর্ষে ছিল তখন এই অভিনেতাকে সরানো এবং তার কেরিয়ার নষ্ট করার জন্য যা যা করণীয় ছিল সেই সেই কাজ তারা করেছেন।
আরও পড়ুন ….পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্যান, সঙ্গে আরো ১৮! তবে কি নিয়ন্ত্রনের মুখে নিউমিডিয়া
কথা শোনা যাচ্ছে তারা নাকি আমার পরিবারকে অর্থ সাহায্য করেছে। অভিনেতার স্ত্রী র দাবি অর্থ সাহায্য তো দূরহস্ত । অভিনেতার প্রয়ানের পর এই অভিনেতা ও অভিনেত্রীর তরফ থেকে কোন রকমের শোকবার্তা এসে পৌছায়নি। অভিনেতার স্ত্রী র দাবি সম্প্রতি আরও শোনা যাচ্ছে যে একজন নামী তারকা খেলোয়াড় নাকি আমার কন্যার দ্বায়িত্ব নেবে। এর কারনস্বরুপ শোনা যাচ্ছে যে অভিনেতা নাকি আর্থিক ভাবে সচ্ছল ছিল না। অভিনেতার স্ত্রী দাবি করেছেন, যে তিনি ইউকে স্থিত এক ফিনটেক কম্পানিতে কর্মরত। আশা করি বর্তমানে এই পরিবারের মাথা হিসেবে এই সংসারের হাল ধরতে সক্ষম।
প্রসঙ্গত, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় তাবড় তাবড় অভিনেতাদের মধ্যে নাম ছিল অভিষেক চ্যাটার্জির। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ সহ টলিউডের নামজাদা অভিনেতাদের সঙ্গে এক স্ক্রিনে দেখা গেছে। কিন্তু কিছু বিতর্কিত কারনে এই অভিনেতার অভিনয় কেরিয়ার নষ্ট হতে থাকে। এমনকি তার প্রয়াপ্র পরও বিতর্ক তার পিছন ছাড়েনি। এই মর্মে অভিনেতার স্ত্রী কার্যত সোশ্যাল মিডিয়াতে কলম ধরলেন। নাম না করে কার্যত ভৎসনা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।