ফের টলিপাড়ায় সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রোহন ও সৃজলা

মন্টি শীল, কলকাতা : বিনোদনের আরও এক নাম হল টলিউড। সিনেমা ও ধারাবাহিক প্রেমি মানুষ দের এক অন্যতম পীঠস্থান হল এই টলিউড। এখানে সিনেমা ও ধারাবাহিক এর সঙ্গে সঙ্গে দর্শক এবং অনুরাগী মহলের অন্যতম কৌতূহলের অন্যতম বিষয় হল টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন। দর্শকরা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য এক্কেবারে কৌতূহলের সঙ্গে বসে রয়েছেন। সম্প্রতি এই রকমই এক টলি তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শক মহল থেকে অনুরাগী সর্বত্র।
আর সেই আলোচনার মূখ্য বিষয় হল টলি অভিনেতা রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ-র সম্পর্কে বিচ্ছেদ। জানা গিয়েছে, বাংলা টেলিভিশনের এই দুই তারকা সম্প্রতি বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন। এরপর স্বাভাবিক ভাবেই এক জোরদার আলোচনা শুরু হয়েছে দর্শক মহলে। যদিও তাদের এই সম্পর্কে ভাঙন ধরার কথা রোহন ও সৃজলা নিজেই প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, কোনও তৃতীয় ব্যক্তির কারণে নয়, টেলি পাড়ার জনপ্রিয় জুটি রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ দুজনেই নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই সম্পর্ক বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন।
আরও পড়ুন ….‘দিদিয়া’ র সাথে চুপি চুপি প্রেম, সম্পর্ক নিয়ে অকপট আদৃত
আরও পড়ুন ….রেখার প্রেমে মত্ত ছিলেন অমিতাভ, ইরানি ডান্সারের জন্য চড় মেরেছিলেন রেখাকে
সম্প্রতি, বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসার এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গানে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রী সৃজলা গুহকে।এরপর স্বাভাবিক ভাবেই অনুরাগী মহলে প্রশ্ন উঠেছে যে, ওই পারফরমেন্স এর দরুণ এই সম্পর্কে ভাঙন ধরেনি তো? নাকি কোনও নতুন সম্পর্কের জন্ম দিয়েছে? যদিও এই বিষয় নিয়ে অভিনেত্রী সৃজলা এর বক্তব্য, ‘অভিনেতা শন বন্ধ্যোপাধ্যায় এর জায়গায় অন্য কেউ থাকলেও এই একই কথা উঠত। কিন্তু আমরা সেইদিন শুধুমাত্র আমাদের কাজ করেছি।’ তাদের এই সম্পর্কের ভাঙন নিয়ে দুই তারকার বক্তব্য, তৃতীয় কোনও ব্যক্তির সম্পর্কে মিথ্যা রটানো হচ্ছে।
আরও পড়ুন ….কাঞ্চন মল্লিকের জন্যই আজ সর্বহারা, প্রেম বিতর্ক নিয়ে তৃণমূল বিধায়ককে খোঁচা শ্রীময়ীর
তাদের এই বিচ্ছেদের জন্য অপর কেউ দ্বায়ি নন। জানা গিয়েছে, অভিনেত্রী সৃজলা যখন ১৭ বছরের একজন কিশোরী, তখন থেকেই এই দুই তারকা সম্পর্কে লিপ্ত। এরপর টানা ছয় বছর তার একসঙ্গে পথ চলেছেন, দেখেছেন অনেক ওঠানামা। যদিও অভিনেতা রোহন ভট্টাচার্যের তরফে জানা গিয়েছে, ‘কোনও রকম পেশাগত কারণ নয়, তারা দুজনেই আলোচনা করে এই সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।’ শোনা যাচ্ছে, এই মূহুর্তে তারা নিজেদের মতোন করে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী দিনে তারা একজন ভালো বন্ধু হয়ে একে অপরের পাশে থাকতে চান।