টানা পাঁচ ম্যাচে হারের পর জয়ের লক্ষে কী কী পরিবর্তন করতে পারে KKR ! দেখে নিন একনজরে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লিগ টুর্নামেন্ট টাটা আইপিএল ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এই বছর টুর্নামেন্টের প্রায় সবকটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই ও তার সংলগ্ন ক্রিকেট স্টেডিয়াম গুলিতে। প্রতিবারের মতো এইবার চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং বেঙ্গালোর এর সঙ্গে সঙ্গে দুটি নতুন দল লখনউ ও গুজরাত এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে।

তবে এতগুলি দলের মধ্যে ক্রিকেটের নন্দনকাননে সবচেয়ে বেশি চর্চিত দলগুলি হল, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইটার্স। কারণ এই দল গুলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক খেতাব জয়ী দল। তবে এই বছর বলিউড বাদশাহের দল কেকেআর সেই ভাবে বাইশ গজে প্রভাব বিস্তার করতে পারেনি। যদি টুর্নামেন্ট এর প্লে-অফের দৌড়ে জীবিত থাকতে হয় তাহলে অধিনায়ক শ্রেয়াস ব্রিগেডের কাছে আজ এটা মরণ বাচনের লড়াই। আজ রাজস্থান রয়ালস এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাদশাহ ব্রিগেড। জয় ছিনিয়ে আনতে হলে কী হতে পারে কলকাতা সম্ভাব্য একাদশ একনজরে দেখে নিন।

আরও পড়ুন ….রাজ-শুভশ্রীর সুখের সংসারে অশান্তি! ছেলে ইউভানকে নিয়েই ঝগড়া দম্পতির
আরও পড়ুন ….এ যেন গুগলির গোলক ধাঁধা ! মহারাজের প্রশ্নে চরম লজ্জিত দেব-রুক্মিণী

• বেঙ্কটেশ আইয়ার

2c52
গত বছর আইপিএলের মরসুমে এই ব্যাটারের ব্যাট চললেও, এই বছর আইপিএলে ৯ টা ম্যাচে মোট ১৩২ রান করেছেন বেঙ্কটেশ। যদিও এই মরসুমে তাকে ওপেনিং করতেও দেখা যায়নি।

• শ্রেয়াস আইয়ার

2c53
ইনি ভারতীয় ক্রিকেট দল তথা কলকাতা নাইট রাইটার্স এর একজন স্বনামধন্য ব্যাটার। যদিও দলের এই তরুণ অধিনায়কের উপর নির্ভর করে দল বড় রান করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।
 
• নীতিশ রানা

2c54
ভারতীয় ব্যাটসম্যান নীতিশ রানা কেকেআর এর আগের ম্যাচে ভালো খেলেছিলেন। তবে জিততে হলে অধিনায়ক শ্রেয়াস এর সঙ্গে মিলে আরও ভালো খেলতে হবে তাকে।

আরও পড়ুন ….ভয়ঙ্কর সংকটে আমির কন্যা! নেটপাড়ায় অঘটনের ইঙ্গিত দিলেন ইরা খান নিজেই
 
• রিঙ্কু সিংহ

2c55
রিঙ্কু সিংহ একজন ভালো ব্যাটসম্যান এর সঙ্গে সঙ্গে ভালো বোলারও। বিগত কয়েকটা ম্যাচে ভালো খেলে দেখিয়েছিল এই তরুণ ক্রিকেটার। যদিও একজন ভালো ফিল্ডার হিসেবেও তার নাম রয়েছে।
 
• মহম্মদ নবি

2c56
আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি কেকেআর এর হয়ে এখনও পর্যন্ত একটা ম্যাচও খেলেননি। যদি আজকের ম্যাচে কলকাতা তাকে একাদশে জায়গা দেন তবে দল ব্যাটিং ও বোলিং এ শক্তিশালী হবে।
আন্দ্রে রাসেল

2c57
বাইশ গজে যদি কোন ব্যাটসম্যান দেখে বোলারের ঘাম ছুটে যায় তবে তার নাম আন্দ্রে রাসেল। মিডল অর্ডারে ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠতে হবে রাসেলকে। শুধু তাই নয় আজ বল হাতেও ডেথ ওভারেও দেখা যেতে পারে এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজকে।

• টিম সাউদি

2c59
সম্প্রতি গত কিছু ম্যাচে বল হাতে চমক দিতে দেখা গিয়েছিল উমেশ যাদবকে। কিন্তু আজকের ম্যাচে উমেশের সঙ্গে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের পেশার টিম সাউদিকে। দুই বোলার এক সঙ্গে খেললে দলের ছন্দ ফিরে আসবে বলে মনে করছে অনেকেই




Leave a Reply

Back to top button