অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে, কোন ক্ষেত্রে রয়েছে আপনার সফলতা ! জানতে হলে দেখে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : জ্যোতিষ বিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাশিফল। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সময়কাল নির্ধারণ করে এই রাশিফল গণনা করা হয়। এই রাশিফলে সাধারণত আপনার স্বাস্থ্য, সমৃদ্ধি, প্রেম, বৈবাহিক জীবন, চাকুরি ও পেশা এর মতো মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিবেচনা করা হয়। কেমন কাটবে আপনার আগামী দিন, কোন কোন উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন, কোন কোন বাধা আপনার সামনে আসতে চলেছে এই সমস্ত জানতে হলে, আজ মঙ্গলবার ৩ রা মে (১৯ শে বৈশাখ) ২০২২ অক্ষয় তৃতীয়বার শুভ মুহূর্তে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনি নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস পাবেন। পুরোনো আদায় পেতে বেগ পেতে হবে। কর্মক্ষেত্রে বিবাদের সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় উন্নতি হবে। স্ত্রীর খারাপ ব্যবহারে কষ্ট পাবেন। কাজে অন্য মনোষ্ক থাকবেন। আজকের আপনার শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ বাড়তে পারে। প্রেমের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। আপনার শুভ রং সাদা।
আরও পড়ুন ….আর্থিক ভাবে আরও লাভবান হতে, প্রতিদিন পূজার সময় ফুলের সাথে দিন এই বিশেষ উপকরণ
আরও পড়ুন ….মহাদেবের আশীর্বাদে সফল হবে ব্যবসা থেকে প্রেম, জেনে নিন আপনার আজকের রাশিফল
• মিথুন রাশি
আজ কোনও আইনি জটিলতার কারণে অর্থ ব্যয় হতে পারে। পরিবারের কোনও ছোট সদস্যের সঙ্গে তর্ক হতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর্থিক সংকটের কারণে সংসারে অশান্তি হতে পারেমা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ আপনার শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনি সক্কাল সক্কাল আর্থিক বিষয় নিয়ে অপমানিত হতে পারেন। কোনও ছোট খাটো বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসার কারণে সারাদিন চিন্তা বজায় থাকবে। পড়াশোনায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে গভীর আলোচনা হতে পারে। কর্মচারীর কারণে ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে। পরিবারের কোনও এক সদস্যের খারাপ ব্যবহারে মনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার আজকের শুভ রং কমলা।
আরও পড়ুন ….প্রচন্ড বৃষ্টিতেও মন্দিরে পুজোয় ব্যস্ত বৃদ্ধ, ভক্তির এই নজির দেখে হতবাক নেটপাড়া
• কন্যা রাশি
আজ আপনি গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় সাফল্য পাবেন। কর্মস্থলে আজ আপনাকে কারোর অনুগত হয়ে থাকতে হবে। নিকট আত্মীয়র কাছ থেকে সহায়তা পাবেন। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। ভালো আলোচনায় সম্মানিত হবেন। আপনার শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনার ব্যবসায় একটু চাপ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পাবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। দুপুরের পর আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মসংস্থানে বাধা আসতে পারে। চিকিৎসা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। আজ আপনার শুভ রং সাদা।
• বৃশ্চিক রাশি
আজ আপনার সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্কের কারণে মানসিক কষ্ট তৈরি হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে সংসারে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের আনন্দ ভোগ করতে পারবেন। আপনার শুভ রং কালচে লাল।
• ধনু রাশি
আজ আপনার পরিবারের সঙ্গে কোনও কারণে কলহ বাঁধতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ ঘটতে পারে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আর্থিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। বৈবাহিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ।
• মকর রাশি
আজ প্রেমে জটিলতা তৈরি হতে পারে। আর্থিক বিষয় নিয়ে সুবিধা পেতে পারেন। সংসারে ভাই-বোনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। সৎপতি মনোভাবের কারণে উন্নতি লাভ হবে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। সম্পত্তি গত বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। আজ আপনার শুভ রং নীল।
• কুম্ভ রাশি
আজ আপনার সামাজিক কাজে সুনাম বাড়তে পারে। বিজ্ঞান গবেষণায় সাফল্য আসবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। মানসিক চাঞ্চল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনে বিতর্কে জড়াবেন না। আজ আপনার শুভ রং কালচে নীল।
• মীন রাশি
আজ আপনার সঙ্গে কোনও উচ্চপদস্থ ব্যক্তি বিবাদ হতে পারে। প্রেমের কারণে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। জলপথ পরিবহন থেকে সাবধানতা অবলম্বন করুন, বিপদ ঘটতে পারে। ব্যবসায় সাফল্য নিয়ে চিন্তা বাড়বে। কোনও জিনিস চুরি যেতে পারে। ভালো কাজের জন্য পুরস্কৃত হবেন। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং।