শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করুন এই জিনিসগুলি, ভগবানের আশীর্বাদে সুখের হবে জীবন
শ্রাবণে মহাদেবের পুজো করছেন, খেয়াল রাখুন এই বিষয়গুলি

পূর্বাশা, হুগলি: শ্রাবণমাসে মহাদেবের উপাসনায় বসেন হাজার হাজার পুণ্যার্থী। কখনও দল বেঁধে বাবার মাথায় জল ঢালতে যান তো কখনও মন্দিরে উপাসনা করেন মহাদেবের। ভক্তদের ডাকে সাড়া দেন মহাদেব। তিনি সন্তুষ্ট হলে দীর্ঘায়ু ও সুখ ভরা জীবনের আশীর্বাদ করেন। কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে ভক্তদের। আসুন জেনে নিই কী করবেন আর কী করবেন না।
১) মহাদেবের উপাসনার সময় ভক্তেরা মধু ও চিনির সঙ্গে গোরুর দুধ, গোরুর দই, গোরুর ঘি আলাদাভাবে রাখুন। আবার এগুলি দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করতে পারেন। এই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ও স্নান করে নিন।
২) স্নান সেরে এসে গোরুর দুধ থেকে তেরি মিষ্টি ভক্তি ভরে মহাদেবকে নিবেদন করুন।
৩) মহাদেবকে ভক্তি ভরে নৈবেদ্য নিবেদন করুন।
এতে আয়ু বৃদ্ধি পাবে।
৪) ভক্তিভরে ধূপ নিবেদন করলে অর্থের অধিকারী
হবেন আপনি।
৫) মহাদেবকে তাম্বুল বা পান নিবেদন করলে ভোগ লাভ করবেন আপনি।
৬) মহাদেবকে ভক্তি ভরে প্রদীপ দ্যাখান। এতে মনের মধ্যে জ্ঞানের আলো বৃদ্ধি পাবে।
৭) ভগবানকে ভক্তি ভরে গন্ধ নিবেদন করলে পুণ্য লাভ হবে আপনার।
তবে মহাদেবের পুজোর সময় অবশ্যই শুদ্ধ রাখুন
মন। ভক্তি ভরে পুজো সেরে জপ ও নমস্কার করুন।
আপনি মন থেকে ডাকলে সাড়া দেবেন মহাদেব।