শেষ হয়ে যাচ্ছে সর্বজয়া ! দেখে নিন লাস্ট এপিসোডের দিনক্ষণ

মন্টি শীল, কলকাতা : বাংলা তথা বাঙালির বিনোদন এর এক অন্যতম মাধ্যম হল ধারাবাহিক বা সিরিয়াল। আর এই বিনোদনকে আরও জোরদার করতে সাহায্য করেছে বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা। এই দুই চ্যানেল সম্প্রচারিত ধারাবাহিক গুলি যেমন একের পর এক টুইস্ট বা চমক নিয়ে হাজির হচ্ছে। ঠিক তেমনি তার অপর দিকে নতুন বাংলা ধারাবাহিককে জায়গা করে দিতে বিদায় নিতে হচ্ছে একাধিক পুরোনো ধারাবাহিককে। যদিও এর কারণ স্বরূপ জানা গিয়েছে, ধারাবাহিক প্রযোজনা সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন’ এর সঙ্গে চ্যানেলের বিবাদ সৃষ্টি হওয়ার কারণে এই সমস্ত ধারাবাহিক গুলি বন্ধ হয়ে যাচ্ছে।
শোনা যাচ্ছে, এই মুহূর্তে স্টার জলসা এবং জি বাংলাতে এই ব্লুজ প্রোডাকশন এর প্রযোজিত একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। আর তার মধ্যে প্রায় সবকটি ধারাবাহিক গুলি বন্ধ হতে চলেছে। সম্প্রতি ১ লা মে বন্ধ হয়ে গিয়েছে ‘খুকুমনি হোম ডেলিভারি’। বন্ধ হওয়ার মুখে দাড়িয়ে রয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গারাম’, ‘খেলাঘর’, ‘যমুনা ঢাকি’। যদিও এই সমস্ত ধারাবাহিক বন্ধ হওয়ার খবর আসতে না আসতেই টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় অভিনিত ধারাবাহিক ‘সর্বজয়া’-ও বন্ধ হতে চলেছে।
আরও পড়ুন ….‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ
আরও পড়ুন ….দেবের হাত ছেড়ে অবশেষে দাদার হাত ধরে হাঁটলেন রুক্মিণী, ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটদুনিয়া
টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় এই ধারাবাহিক এর হাত ধরে প্রায় এক দশক পর লাইটস, ক্যামেরার সামনে ফিরেছিলেন। টলিউডের এই সুন্দরী অভিনেত্রীকে ফের একবার ক্যামেরার সামনে দেখতে পেয়ে ভিষন রকম ভাবে উত্তেজিত হন বাংলা ধারাবাহিক এর দর্শক থেকে শুরু করে অনুরাগী মহল। জানা গিয়েছে, অভিনেত্রী দেবশ্রী রায়ের কারণে দর্শকদের এই ধারাবাহিক দেখার চাহিদাও বেড়ে গিয়েছিল। আর যার ফলে এই ধারাবাহিক টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করছিল। কিন্তু প্রথম দিকে এই ধারাবাহিকের গল্পে স্রোত থাকলেও, পরবর্তী সময়ে গল্পে একঘেয়েমি চলে আসার জন্য রীতিমতো বিরক্ত হতে শুরু করেছিল দর্শকরা।
আরও পড়ুন ….সত্যজিৎ এর একটা ছবিও পছন্দের নয়! বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে ‘গান্ডু’ পরিচালক
তার মধ্যে ধারাবাহিকের মুখ্য চরিত্র সর্বজয়া-র কিছু কিছু কার্যকলাপে অসন্তুষ্ট হয়েছিলেন দর্শক মহলে। তাই একটা সময় পর এই ধারাবাহিক বন্ধ করার দাবিও তুলেছিলেন তারা। যদিও সম্প্রতি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনীত দেবশ্রী রায় তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘খুব শীঘ্রই শেষ হতে চলেছে সর্বজয়া’। প্রায় একবছর চলার পর অবশেষে গল্পে ইতি আনতে চলেছে এই ধারাবাহিকের নির্মাতারা। ইতিমধ্যেই ব্লুজ প্রোডাকশন এর আওতায় থাকা একাধিক ধারাবাহিক যেমন, খুকুমনি হোম ডেলিভারি, যমুনা ঢাকি, গঙ্গারাম, খেলাঘর বন্ধ হয়ে গিয়েছে। এরপর আগামী ১৪ ই মে বন্ধ হতে চলেছে সর্বজয়া। যার জেরে স্বাভাবিক ভাবেই বেদনা হত দর্শক মহল। প্রযোজক সংস্থার দাবি নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে বন্ধ করতে হচ্ছে একাধিক পুরোনো ধারাবাহিককে।