ঘর আলো রণবীর-আলিয়ার ! বিয়ের দু’সপ্তাহের মাথায় সুখবর কাপুর পরিবারে

মন্টি শীল, কলকাতা : বলিউড, মানেই হচ্ছে একাধিক জনপ্রিয় তারকাদের সমষ্টি। গোটা বিশ্বের বিনোদন জগতের মধ্যে এক অন্যতম অংশ হিসেবে জনপ্রিয় এই বলিউড। গোটা দেশ তথা বিশ্ব জুড়ে এর কোটি কোটি অনুরাগী রয়েছেন। এখানকার সিনেমা যেরকম সকল সিনেমা প্রেমিদের চর্চার একটা বিষয়। ঠিক তেমনি তার অপর দিকে এই বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনও হল অনুরাগীদের চর্চার একটা মূল বিষয়। বলিউডের একাধিক জনপ্রিয় তারকারা বিভিন্ন সময় বিভিন্ন রকম চর্চার শিরোনামে আসেন। কিন্তু সম্প্রতি বলিউডের এই তারকা জুটি খবরের শিরোনামে রয়েছেন।

নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, এই বলিউড তারকা জুটি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি মাত্র বারো দিন আগে ১৪ ই এপ্রিল বলিউডের এই জনপ্রিয় জুটি বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিবাহ নিয়ে নেটিজেনদের মধ্যে একাধিক জল্পনা থাকলেও, অবশেষে সেই সমস্ত জল্পনাতে জল ঢেলে দিয়েছেন এই দুই তারকা। এই সবের মধ্যেই, বক্স অফিসে মুক্তি পেয়েছে অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘গাঙ্গুবাঈ’। যার প্রভাবে ইতিমধ্যেই এই বলি অভিনেত্রীর ফ্যান ফলোয়িং আরও বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে কাপুর বংশের নববধূর।

3c52

আরও পড়ুন ….একেবারে হাতাহাতি! স্যান্ডি বন্ধ করেই ছাড়ল বসন্ত বিলাস মেসবাড়ির শ্যুটিং
আরও পড়ুন ….৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা

কিন্তু এই বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর দিলেন রণবীর পত্নী। কিন্তু কি সেই সুখবর, যা শোনা পর রীতিমতো উচ্ছসিত গোটা কাপুর পরিবার? জানা গিয়েছে, অভিনেত্রীর বৈবাহিক জীবনের মাত্র বারো দিনের মধ্যে রণবীর পত্নীর মাথায় সাফল্যের এক নতুন পালক লাগতে চলেছে। আর সেটা হল বিশ্বের জনপ্রিয় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের তালিকার চার নম্বরে উঠে এসেছে রণবীর পত্নী অভিনেত্রী আলিয়া ভাট এর নাম। শোনা যাচ্ছে, তারকাদের এই বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে পিছনে ফেলে দিয়েছেন জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লোপেজ-কে।

3c53

আরও পড়ুন ….ছয় বছর বয়সে স্কুলের নামটাও বলতে পাড়তেন না, এখন তিনি ইঞ্জিনিয়ারিং পাশ সফল অভিনেতা কুশল চক্রবর্তী

বিশ্বসেরা এই পাঁচ জন তারকাদের তালিকার প্রথমেই রয়েছেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া, দ্বিতীয় স্থানে রয়েছে হল্যান্ডের জনপ্রিয় তারকা ডম, তৃতীয় স্থানে রয়েছে অস্কার কান্ডে শিরোনামে আসা জনপ্রিয় তারকা উইল স্মিথ, চতুর্থ স্থানে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং পঞ্চম স্থানে রয়েছেন জেনিফার লোপেজ। এই খবর সামনে আসতেই রীতিমতো খুশির বাতাবরণ ছড়িয়ে পড়েছে গোটা কাপুর পরিবার তথা বলিপাড়ায়। অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন 2012 সালে বলিউড পরিচালক করণ জোহরের পরিচালিত সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার এর মধ্যে দিয়ে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বলিউড তারকাকে। একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে খুব শীঘ্রই হলিউডে ডেবিউ করতে চলেছেন রণবীর পত্নী। অনুরাগীদের মতে, মাত্র দশ বছরের অভিনয় ক্যারিয়ারে এত সাফল্য এক কথায় অভাবনীয়।




Leave a Reply

Back to top button