‘মুখটা কেমন শয়তানের মতো’! মিলি চরিত্রের এমন সাফল্যে আপ্লুত ঐশী ভট্টাচার্য

মন্টি শীল, কলকাতা : বাংলা ও বাঙালির জীবনে বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত হল ধারাবাহিক। বাঙালির অবসর সময়ের এক অন্যতম অংশ হিসেবেও পরিচিত এটি। আর বিনোদন এর এই ধারাকে আরও এগিয়ে নিয়ে চলেছে জি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচারিত একাধিক জনপ্রিয় ধারাবাহিক গুলি। বর্তমানে এই ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম নাম হল ‘শ্রীময়ী’। টলিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার অভিনীত এই ধারাবাহিক দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়। তবে মূল চরিত্রের সঙ্গে সঙ্গে ধারাবাহিক গুলিতে এক অন্য মাত্রা এনে দেয় ধারাবাহিকের খলচরিত্রগুলি। বর্তমান সময়ে দাড়িয়ে টেলি তারকাদের মধ্যে অনেকেই আছেন যারা নাকি এই খলচরিত্রে অভিনয় করার জন্য আগ্রহী।

তাদের মূল্যবান অভিনয়ের সুবাদে ধারাবাহিকে খলচরিত্রে অভিনীত তারকাদের কাজ কখনও থেমে থাকে না। কারণ একটি ধারাবাহিকে অভিনয় করতে না করতেই আরও এক ধারাবাহিকে কাজের সুযোগ চলে আসে। আর দর্শকদের কাছে তারকাদের অভিনয়ের প্রতিভাকে ফুটিয়ে তোলার একমাত্র পছন্দ এই খলচরিত্র। সম্প্রতি এই খলচরিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এই শ্রীময়ী ধারাবাহিকের মিষ্টি মেয়ে দিঠি, ওরফে টেলি অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী তার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই এক ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

3c61

আরও পড়ুন ….একেবারে হাতাহাতি! স্যান্ডি বন্ধ করেই ছাড়ল বসন্ত বিলাস মেসবাড়ির শ্যুটিং
আরও পড়ুন ….৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা

কিন্তু সম্প্রতি এই অভিনেত্রীকে হঠাৎই এক জনপ্রিয় ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যার জেরে রীতিমতো অবাক হয়েছেন বাংলা টেলিভিশনের সকল দর্শক মহল। কিন্তু কোন ধারাবাহিকে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মনফাগুন’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয়করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সেখানে দেখা যাচ্ছে ঐশী ভট্টাচার্য ওরফে মিলি একজন অত্যন্ত ঠান্ডা মাথার, প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন একটি চরিত্র। তার গা জ্বালানো সংলাপ এবং অভিনয়ের দরুন দর্শকদের কাছে খুব পছন্দের একটা চরিত্র হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন ….শেষ হয়ে যাচ্ছে সর্বজয়া ! দেখে নিন লাস্ট এপিসোডের দিনক্ষণ

যদিও অভিনেত্রী নিজেও এই চরিত্রটিকে দারুন ভাবে উপভোগ করছেন। অভিনেত্রী ঐশী ভট্টাচার্য তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, এই খলচরিত্র অর্থাৎ মিলি চরিত্রটি তার কাছে এক দারুণ চ্যালেঞ্জিং। কারণ শ্রীময়ী ধারাবাহিক এর মিষ্টি মেয়ে দিঠি এর চরিত্র থেকে সরাসরি এই মিলির চরিত্রে অভিনয় করা তার পক্ষে মোটেও সহজ কাজ ছিল না। তবে মিলি চরিত্রে অভিনয় করার পর অভিনেত্রী দর্শকদের তরফ থেকে যে ব্যাপক সাড়া পাচ্ছেন তাতে তিনি সত্যিই আপ্লুত।




Leave a Reply

Back to top button