কেমন যাবে আপনার আজকের গোটা দিন, জানতে হলে আজকের রাশিফলে দেখে নিন

মন্টি শীল, কলকাতা : আজ বুধবার, ৪ ঠা মে (২০ শে বৈশাখ) ২০২২। ভাবছেন কেমন কাটবে আপনার গোটা দিন। কোন কোন সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। কোন কোন ব্যর্থতা আপনার দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আপনার সংসার কোন কোন সুখ ও স্বাচ্ছন্দ্যের ভাগিদার হতে চলেছে। সন্তানের দ্বারা কোন কোন সুখের অধিকারী হতে চলেছেন? ব্যবসায় সাফল্য পাবেন নাকি চাকুরিতে। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনি কোনও নতুন ব্যবসার সূচনা করতে পারেন। প্রেমে সাফল্য আসতে পারে। সন্তানের ক্ষেত্রে একটু চিন্তা বজায় থাকবে। সংসারে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সহায়তা পেতে পারেন। ছোট খাটো আঘাত থেকে সাবধান। আজকের আপনার শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। শারীরিক অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়ায় সম্ভাবনা রয়েছে। সংসারের দায়িত্ব পালনকে ঘিরে মায়ের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সাদা।
আরও পড়ুন ….‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী
আরও পড়ুন ….হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী ! শারীরিক অবনতির কারণ জানালেন অভিনেতার পুত্র মিমো
• মিথুন রাশি
আজ আপনার কোনও কাজের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে বিবাদ হতে পারে। মিথ্যার আশ্রয় নিলে বিপদ ঘটতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনি অজান্তেই কোনও ব্যক্তিকে কষ্ট দিতে পারেন। সংসারে আত্মীয়দের নিয়ে দুচিন্তা বাড়বে। অপরের উপকার করতে গিয়ে নিজে বিপদের সম্মুখীন হবেন। নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে। প্রতিযোগিতা মূলক কোনও কাজে সাফল্য পাবেন। আপনার আজকের শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ আপনি সাবধানতার সঙ্গে পথে চলাফেরা করবেন। উচ্চশিক্ষায় সফলতা আসতে পারে। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। কোনও দুঃস্থ ব্যক্তির সহায়তা করতে হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর সহায়তায় প্রয়োজন হতে পারে। আপনার আজকের শুভ রং কমলা।
আরও পড়ুন ….বলিউডকেও ছাপাবে ঋতাভরীর ডেস্টিনেশন ওয়েডিং! মুখের ফাঁকেই ফাঁস করলেন নিজের বিয়ের তারিখ
• কন্যা রাশি
আজ আপনি অপর ব্যক্তির সেবা করে মানসিক শান্তি পাবেন। স্ত্রী এর কারণে ভ্রমনের সম্ভাবনা রয়েছে। বন্ধুর সহায়তায় ভালো কিছু ঘটতে পারে। ভালো কাজ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনার পরিবারে শান্তি ফিরে আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য সুফল পাবেন। অপর ব্যক্তির সহায়তায় ব্যবসায়ে শ্রীবৃদ্ধি ঘটবে। প্ররোচনা থেকে দূরে থাকুন। ধর্মীয় স্থানে দান করে মানসিক শান্তি পাবেন। সঙ্গীত চর্চায় নতুন পথ খুলে যাবে। আজ আপনার শুভ রং সাদা।
• বৃশ্চিক রাশি
আজ আপনি গুরুজনদের পরামর্শ মেনে চলুন, সুফল পাবেন। সাময়িক অসুস্থতা হতে পারে। বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে। প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। কোনও কাজের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। আপনার শুভ রং কালচে লাল।
• ধনু রাশি
আজ পড়াশোনায় ভালো সুযোগ পেতে পারেন আপনি। পরিবারে মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অর্থ সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। আপনার আজকের শুভ রং হলুদ।
• মকর রাশি
আজ ব্যবসায় সুফল পেলেও দিনের শেষে কিছু জটিলতা তৈরি হতে পারে। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে লাভবান হবেন। যানবাহন পরিবহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক বিষয়ে উন্নতির যোগ রয়েছে। অযথা কারোর সঙ্গে বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে, সাবধানে চলাফেরা করুন। আজ আপনার শুভ রং নীল।