ঠিক হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধের দিন? নিজেই জানাল হিরো

মন্টি শীল, কলকাতা : বাংলা ও বাঙালির জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিনোদন। আর এই বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে বাংলা ধারাবাহিক। টেলিভিশনের পর্দায় এইরকম অনেক বিনোদন মূলক ধারাবাহিক সম্প্রচারিত হয়। যেগুলো বাঙালির অবসর সময়ে এক মাত্র সঙ্গী হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে একটি অন্যতম টেলিভিশন চ্যানেল হল স্টার জলসা। সম্প্রতি এই চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলি একের পর এক টুইস্ট নিয়ে দর্শকদের কাছে হাজির হচ্ছে। তেমনি আবার অপর দিকে কিছু সমস্যার দরুন বন্ধ হয়ে গিয়েছে কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিক।
এইবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার তালিকায় নাম সংযোজন হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর। এসভিএফ এর প্রযোজনায় এই ধারাবাহিক গত ৭ ই ফেব্রুয়ারি থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নবাগত অভিনেতা দেবজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ কে। টলিউডের নামজাদা প্রযোজক শ্রীকান্ত মেহতা এবং মহেন্দ্র সোনির প্রযোজিত জনপ্রিয় ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিক বন্ধের খবর প্রচারিত হয়।
আরও পড়ুন ….‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী
আরও পড়ুন ….হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী ! শারীরিক অবনতির কারণ জানালেন অভিনেতার পুত্র মিমো
যদিও এই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সামনে আসতেই রীতিমতো হুলুস্থুলু কান্ড পড়ে গিয়েছে নেটপাড়ায়। দর্শক মহলের মূলত বক্তব্য, মাত্র কিছু দিন আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে শুরু করেছে এই ধারাবাহিক। আর এর মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকে এই ধারাবাহিক টিআরপি রেটিংয়ের তালিকাতেও ইতিমধ্যেই শীর্ষ স্থান অধিকার করেছে। যদিও এই ধারাবাহিক বন্ধ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের বক্তব্য, চ্যানেলের টিআরপি এবং নতুন গল্পের উৎস খুঁজে না পাওয়ার কারণে ধারাবাহিকের নির্মাতারা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন ….বলিউডকেও ছাপাবে ঋতাভরীর ডেস্টিনেশন ওয়েডিং! মুখের ফাঁকেই ফাঁস করলেন নিজের বিয়ের তারিখ
যদিও এই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর আদৌ সত্যি কি না, তা জানার জন্য দর্শকদের একাংশ সম্প্রচারিত চ্যানেল-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রীতিমতো কমেন্টস এর বন্যা বইতে থাকে। তবে এই পরিস্থিতিতে দাড়িয়ে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সূর্য ওরফে দেব্যজ্যোতি দত্ত দর্শকদের উদ্দেশ্য করে বলেছেন, এই সমস্ত খবর সম্পূর্ণ রূপে ভুয়ো। দর্শকরা যেন গুজবে কর্ণপাত না করেন। ধারাবাহিকের আরও এক মুখ্য চরিত্র দীপা ওরফে স্বস্তিকা ঘোষ এর দাবি, তার এই বিষয়ে কিছু জানা নেই। ধারাবাহিকের পরিচালকও স্বয়ং এই খবরকে ভুয়ো বলে আখ্যা দিয়েছেন। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে মূখ্য চরিত্র সূর্য এবং দীপার জীবনে তৃতীয় এক ব্যক্তির প্রবেশ ঘটেছে। যার সম্পর্কে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে খোলাসা হয়নি। এই রকম এক উত্তেজিত মুহূর্তে এই রকম দুঃসংবাদ স্বাভাবিক ভাবেই উত্তেজিত করেছে দর্শক মহলকে।