মনুর অন্তিম গল্প ! মুক্তি পেতে চলেছে বরিষ্ঠ অভিনেতার শেষ সিনেমা

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এর আরও এক নাম হল টলিউড। গোটা দেশ তথা বিশ্ব জুড়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য অনুরাগীরা রয়েছেন যারা প্রতিনিয়ত টলিউডের বিভিন্ন কার্যক্রম এবং তারকাদের একযোগে অনুসরণ করে চলেছেন। আর টলিউডের প্রতিভাবান অভিনেতা ও অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মন জয় করে চলেছে। কিন্তু বিনোদনের এই অন্যতম জগত আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে একাধিক দুঃসংবাদ ও দিয়েছেন অনুরাগীদের। আর এর সূত্রপাত ঘটেছিল 2020 অর্থাৎ করোনা কাল এর সময় থেকে। টলিউডের বড় পর্দা থেকে খসে পড়ছে একের পর এক জনপ্রিয় তারকারা।
আর এর সূত্রপাত ঘটেছিল টলিউডের প্রতিভাবান জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে। এই অভিনেতা ২০২০ সালের ১৫ ই নভেম্বর প্রয়াত হন। তারপর একে এক নক্ষত্র যেমন অভিনেতা মনু মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধা মুখোপাধ্যায়, বলিউড খ্যাত বাঙালি সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী, এবং সম্প্রতি প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। নক্ষত্রের আকাশ থেকে এই বিপুল অংশের নক্ষত্রের পতন ভুলতে পারছেনা টলিউড। বিশেষত, টলি পাড়া যেন ভূলতে পারছে না অভিনেতা মনু মুখোপাধ্যায় এর নাম। আজ ঠিক দুবছর হতে চলেছে অভিনেতা নেই বড়পর্দাকে চিরতরে বিদায় জানিয়েছেন।
আরও পড়ুন ….ঠিক হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধের দিন? নিজেই জানাল হিরো
আরও পড়ুন ….‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী
প্রয়াণ কালে অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর। টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা পরিচালক মৃণাল সেন পরিচালিত ‘নীল আকাশের নীচে’ সিনেমা থেকে বড় পর্দায় প্রবেশ করেছিলেন। এরপর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় পরিচালক যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এর পরিচালিত সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। আর এর মধ্যে তার অভিনিত কয়েকটি জনপ্রিয় সিনেমা হল, মৃগয়া, জয় বাবা ফেলুনাথ, প্রতিদান। তবে এই অভিনেতা শুধু সিনেমাই নয়, তার সঙ্গে সঙ্গে সমান ভাবে পারদর্শী ছিলেন ছোট পর্দাতেও। টলিউড অভিনেতা মনু মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে একাধিক বাংলা ধারাবাহিক ও থিয়েটার এর মঞ্চেও।
আরও পড়ুন ….হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী ! শারীরিক অবনতির কারণ জানালেন অভিনেতার পুত্র মিমো
মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ধুলো জমতে শুরু করে তাদের স্মৃতিতেও। ঠিক যেমনটা হতে চলেছে এই প্রয়াত অভিনেতার সঙ্গে। সম্প্রতি গত ১ লা মার্চ এই অভিনেতার জন্মদিন ছিল। টলিপাড়ায় তার নাম মনু মুখোপাধ্যায় হলেও অভিনেতার আসল নাম ছিল সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়। সিনেমা প্রেমি বাঙালি এই অভিনেতাকে বড় পর্দায় না দেখার আফশোস করলেও সম্প্রতি, প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বাতীলেখা অভিনীত সিনেমা ‘বেলাশুরু’ তে দেখা যাবে এই প্রয়াত অভিনেতাকে। যদিও ফের আরও একবার বড় পর্দায় টলিউডের দুই প্রয়াত বর্ষীয়ান অভিনেতাকে দেখতে পাবে শুনে খুশি সিনেমা প্রেমি বাঙালি। পরিচালক তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার শ্যুটিং শেষ হয় ২০১৯ সালে। কিন্তু ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা মনু মুখোপাধ্যায়। তবে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। সম্প্রতি এর ট্রেলার ও প্রকাশিত হয়েছে।