ক্যান্সারের সাথে যুদ্ধ করে KGF 2 তে অভিনয়, ২৫ কেজির বর্ম পরে অধীরা হয়েছিলেন সঞ্জয় দত্ত

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি সিনেমা প্রেমিদের মধ্যে একটা নতুন ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। আর সেটা হল, দর্শকরা বলিউডের নামি দামি সিনেমাকে সরিয়ে রেখে পছন্দের তালিকার প্রথমেই রাখছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলিকে। আর এর এক অন্যতম কারণ হল এই দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি বক্স অফিসে একের পর এক হিট সিনেমা ডালা নিয়ে দর্শকদের কাছে হাজির হচ্ছে। আর তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সিনেমা হল দক্ষিণী অভিনেতা আল্যু অর্জুন অভিনীত পুষ্পা এবং অভিনেতা রাম চরণ, রামা রাও এনটিআর জুনিয়র এবং বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট অভিনীত সিনেমা RRR।

তবে এই দুই হিট সিনেমা ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় এসে হাজির হয়েছে সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের পরিচালিত KGF Chapter 2। এই সিনেমাতে দক্ষিণী অভিনেতা যশ, প্রকাশ রাজ এর সঙ্গে সঙ্গে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিনেত্রী রবীণা টন্ডনকেও অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি বক্স অফিসে মুক্তি পাওয়ার পর সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে এখনও পর্যন্ত আয় করেছে ১০০০ কোটি টাকা। তাহলে বুঝে নিন এই সিনেমা দর্শক মহলে কতটা জনপ্রিয়।

5c32

আরও পড়ুন ….স্বামীর মৃতুর ১ বছরও কাটেনি! পুরুষ বন্ধুর সাথে বিকিনি পরে ঘনিষ্ঠ মন্দিরা, রেগে লাল নেটিজেনরা
আরও পড়ুন ….সালমানকে প্রকাশ্যে চুমু শেহনাজের ! সিদ্ধার্থ প্রেমিকার এই ঘটনায় তোলপার নেটপাড়া

বক্স অফিসে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক ভাবেই বিপুল প্রশংসা কুড়িয়েছেন এই সিনেমার পরিচালক প্রশান্ত নীল থেকে শুরু করে সিনেমার মূল চরিত্রে অভিনীত অভিনেতা যশ। তবে একজন অভিনেতা এই সিনেমাতে রয়েছেন যার প্রশংসা না করে থাকতে পারেননি দর্শকরা। বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে, তিনি হলেন বলিউড খ্যাত অভিনেতা তথা খলনায়ক সঞ্জয় দত্ত। অভিনেতা সঞ্জয় দত্ত KGF Chapter 2-তে খলনায়কের চরিত্র আধীরা এর লুকে দেখা গিয়েছে। সিনেমা মুক্তি পাওয়ার পর হিরোর সঙ্গে সঙ্গে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন এই আধীরা এর চরিত্র।

আরও পড়ুন ….এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক

তবে এই প্রশংসা সিনেমা মুক্তির পর নয়, সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই এই প্রশংসা পেয়ে চলেছেন অভিনেতা। জানা গিয়েছে, KGF Chapter 2 -এ খলনায়ক আধীরা ওরফে অভিনেতা সঞ্জয় দত্ত- এর হাঁড় হিম করে অভিনয় কোনও হলিউড সিনেমার খলনায়কের কম কিছু নয়। সিনেমায় খলনায়ক আধীরার লুক সজ্জা করেছেন বিখ্যাত স্টাইলিস্ট নবীন শেঠী। সিনেমাতে দেখা গিয়েছে, অভিনেতা সঞ্জয় দত্ত লম্বা বিনুনি বাঁধা চুল, রক্ত চক্ষু এবং তার সঙ্গে সঙ্গে ২৫ কেজির লোহার বর্মা পরা। এই দৃশ্য সামনে আসতেই তুমুল সোরগোল পড়ে যায় দর্শক মহলে। অভিনেতার অনুরাগীদের মতে, ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি নিয়ে কীভাবে তিনি এই অভিনয় করতে পারলেন। আবার অনেকে প্রশংসার সুরে বলেছেন, হাজারো অসুস্থতার মধ্যে অভিনেতার এই অদম্য প্রয়াস সত্যিকারের প্রশংসার যোগ্য। তার এই ধৈর্যকে সম্মান জানিয়েছেন তার অনুরাগীরা।




Leave a Reply

Back to top button