রাশিই বলে দেবে কোন মহাপুরুষের বাস আপনার মনে, চিনে নিন নিজের ব্যাক্তিত্বকে

মন্টি শীল, কলকাতা : কথায় বলে একজনের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হল তার ব্যক্তিত্ব। শোনা যায়, একজন মানুষ তার ব্যক্তিত্বের জোড়ে কঠিন থেকে কঠিনতর কাজ সফল করতে পারে। এমনকি জীবনের কঠোরতম পরীক্ষায় জয় ছিনিয়ে আনতে পারেন। সাধারণত ব্যক্তিত্ব বলতে সাধারন ভাষায় বলতে যা বুঝি, তা হল তার পোশাক পরিধান, হাঁটা চলা, পারস্পরিক সম্পর্ক। কিন্তু একটা মানুষ তিনি মন থেকে কিরকম, তার খারপ গুণ ভালো গুণ সবকিছু ব্যক্তিত্ব জানতে পারবেন তার ব্যক্তিত্ব থেকে।
আপনি সাধারণত ব্যক্তিত্ব বলতে যে বিষয় গুলি সাধারণত বোঝেন সেগুলি নিয়ে আলোচনা করা হল। কিন্তু আপনি এটা কি জানেন একজন মানুষের ব্যক্তিত্ব তার পোশাক পরিধান অথবা হাঁটা চলা নির্ধারণ করেনা। মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে তার জন্ম মাস অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। জ্যোতিষ শাস্ত্র মতে একজন জাতক বা জাতিকার ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য, ভাগ্য নির্ধারণ করে তার জন্ম মাস। অর্থাৎ সেই ব্যক্তির চরিত্রগত, স্বভাব, ব্যবহার কিরকম তা বলে দেবে আপনার জন্ম মাস।
আরও পড়ুন ….দুর্গাপুজোর থিম ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’! পুজো মন্ডপে এবার দাদার দাদাগিরি
আরও পড়ুন ….সোনা না চান্দি, লক্ষীবারে কার হাতে সাফল্যের চাবিকাঠি, জানতে হলে আজকের রাশিফলে দেখে নিন
জ্যোতিষ বিদ্যা অনুসারে জানা গিয়েছে, যেই জাতক এবং জাতিকার জন্ম বৈশাখ মাসে হয়েছে তারা সাধারণত উদার মনোভাবাপন্ন স্বভাবের হয়। এরা জীবন অতি কষ্টের মধ্যে দিয়ে কাটালেও কোনও দিন অমর্যাদা পূর্ণ কাজ করবেন না। জ্যোতিষ বিদ্যার মতে, যে বা যারা এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তারা সর্বদা পরিস্থিতিকে বিবেচনা করে কাজ করেন। এমনকি কথাও বলেন খুব বুঝে শুনে। যার কারণে এই ব্যক্তিরা জীবনের শুরুর দিকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও পরবর্তী সময়ে এরা খুব উন্নতি লাভ করে।
আরও পড়ুন ….এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক
শুধু তাই নয়, জ্যোতিষ শাস্ত্র মতে , যারা এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তারা সচরাচর খুব জনদরদী সম্পন্ন মানুষ হন। অর্থাৎ এরা মানুষের মাঝে থেকে মানুষের সেবায় নিয়োজিত হন। জানা গিয়েছে, এই জাতক বা জাতিকারা তাদের স্বভাবে খুব রুচিসম্পন্ন, আলাপচারিতা এবং বিনয়ী স্বাভাবের হয়। এরা সাধারণত খুব বন্ধুত্ব করতে পছন্দ করেন। তবে শুধু মাত্র ভালো যোগই নেই, এর সঙ্গে সঙ্গে কিছু খারাপ দিকও রয়েছে এদের। সেগুলো হলো, এরা সাধারণত খুব সাংসারিক জীবন নিয়ে মানসিক চাপের মধ্যে থাকেন। জনসমক্ষে অপমানিত বোধ করেন এবং সবশেষে যদি জন্মের সময় রাশিচক্র অথবা গ্রহে কোন সমস্যা দেখা দেয় তাহলে এরা পরবর্তী সময়ে খুব অপচয় করতে পারে।