জিলিপির থেকেও প্যাঁচালো ঋতুপর্ণা, খরাজের বিষ্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা : জিলিপি, এই নামটা শুনলেই খাদ্যরসিক বাঙালির মুখে যেন জল চলে আসে। মিষ্টান্নের এই বিশেষ পদ বাংলা তথা বাঙালির রসনা তৃপ্তির একটা জনপ্রিয় পদ। তবে এইবার এই জিলিপির আড়াই প্যাঁচের ফাঁদে পড়লেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে টলিউডের এই জনপ্রিয় অভিনেতা টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিলিপির প্যাঁচের থেকেও প্যাঁচালো বলে মন্তব্য করলেন।

যার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়াতে। তবে কি কটূক্তি নাকি অন্য কিছু? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেতা খরাজ মুখার্জি কার্যত রসিকতার ছলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এই মন্তব্য করেছেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বেলাশুরু। তার আগে এই বেলাশুরু পরিবারের খাদ্যরসিক বড়জামাই তথা খরাজ মুখার্জি সিনেমা মুক্তি পাওয়ার আগেই সিনেমার প্রত্যেকটা অভিনেত্রীর পাশে একটা করে মিষ্টির সব বাহারি পদের নাম যুক্ত করলেন।

5c62

আরও পড়ুন ….৫ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন মাধবী, ধরা পড়েছে গলব্লাডারে স্টোন সাথে সুগার
আরও পড়ুন ….আবার আসছে শান্টু-পূর্ণা! হাজারও মন খারাপের মাঝে একঝাক হাঁসি নিয়ে খোদ জানালেন অভিনেতা

কিন্তু অভিনেতা কাকে কি নাম দিলেন? জানা গিয়েছে, পরিবারের বড়জামাই তথা অভিনেতা খরাজ মুখার্জি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর নাম দিয়েছেন রাবড়ি। অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে নাম দিলেন পান্তুয়া, অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের নাম দিলেন চমচম। বাদ গেলেন না, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম রাখলেন জল ভরা সন্দেশ। আর সব শেষে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নাম দিলেন জিলিপি। যদিও শুধুমাত্র টলিউডের এই তারকারাই নন, বেলাশুরু সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটা অভিনেতা এবং অভিনেত্রী খরাজ মুখার্জির তরফ থেকে একটা করে মিষ্টি নাম পেয়েছেন।

আরও পড়ুন ….দুর্গামূর্তিকে পিছনে রেখে ঈদের শুভেচ্ছা মীরের, নেটজগতে ঝড় তুলেছে ভিডিও

সম্প্রতি সিনেমা প্রেমিদের মধ্যে প্রকাশিত হয়েছে টলিউডের বহুল চর্চিত সিনেমা ‘বেলাশুরু’। যা সামনে আসার পর রীতিমতো বেজায় খুশী দর্শক মহল। কারণ প্রথমত বেলাশুরু বাঙালির জীবনে এক অন্যতম প্রিয় সিনেমা। কারণ তার সঙ্গে জুড়ে রয়েছে টলিউডের সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। টলিউডের এই জনপ্রিয় অভিনেতা ফের একবার বড় পর্দায় দেখতে পাবেন তার অনুরাগীরা। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাবে টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তও। এর আগে ‘বেলাশেষে’ সকল দর্শকদের মন ছুঁয়ে ফেলেছিল। এইবার প্রায় সাত বছর পর বেলাশুরু যে ফের একবার সিনেমা প্রেমিদের মনে আলোড়ন সৃষ্টি করবে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button