বিপুল অর্থ ব্যয় করেও বাঁচাতে পারেননি মাকে! নিজের জীবন সংগ্রাম নিয়ে প্রকাশ্যে বললেন সোহিনী সান্যাল

মন্টি শীল, কলকাতা : বিনোদন, মানুষের ব্যস্ত জীবনে, অবসর সময়ের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার সময় এই বিনোদন প্রায় সকলেই পছন্দ করেন। আর আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে আরও জোরদার করে টলিউড, বলিউড। টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একের পর এক ধারাবাহিক এবং রিয়ালিটি শো মানুষের ক্লান্ত মনকে চাঙ্গা করে দেয়। আমরা সাধারণত বিনোদন জগত সম্পর্কে যেটা জানি সেটা হল, লাইটস, ক্যামেরা এবং অ্যাকশনে মোড়া একটা রঙিন দুনিয়া। যার মধ্যে নেই কোনও দুঃখ, কষ্ট, যন্ত্রণা। শুধু আনন্দ আর আনন্দ।

কিন্তু, বাস্তব জীবনে দাড়িয়ে এই কথাটা সম্পূর্ণ রূপে অবাস্তব। কারণ সাধারণত অভিনেতা বা অভিনেত্রীকে যখন আমরা টেলিভিশনের পর্দায় অভিনয় করতে দেখি, তখন আমারা সেই অভিনয়ের জগত কেই তারকাদের আসল পরিচয় হিসেবে কল্পনা করেনি। আমরা ভুলে যাই যে তাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে, তাদেরও কিছু নিজস্ব অনুভূতি রয়েছে। আর এই উক্তিটির এক অন্যতম উদাহরণ হল টলিউডের একজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সান্যাল। টেলিভিশনের পর্দায় এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে বিবেচিত এই অভিনেত্রী।

cc2f2yhuyaaoy6r

আরও পড়ুন ….লালকুঠির রহস্য সমাধানের পর, তথাগত সহায়তায় ‘গোপনে মদ’ ছাড়বেন রুকমা
আরও পড়ুন ….৪ মাসেই সমাপ্তি! কাহিনী নাকি দর্শকের অভাব, কোন কারণে শেষ জলসা ঘরের এই ধারাবাহিক

প্রায় একটানা ১৫ বছর ধরে নিজের অসাধারণ অভিনয়ের প্রতিভা দিয়ে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী ২০০৩ সালে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল আকাশ বাংলার একটি বিশেষ অনুষ্ঠান থেকে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর একের পর এক বাংলা ধারাবাহিকেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তার মধ্যে অন্যতম হল, মা দুর্গা, সাঁঝের বাতি, তবু মনে রেখো। সম্প্রতি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে।

6c23

আরও পড়ুন ….জিলিপির থেকেও প্যাঁচালো ঋতুপর্ণা, খরাজের বিষ্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

মঞ্চে দাঁড়িয়ে এই অভিনেত্রী শো এর সঞ্চালক রচনা ব্যানার্জির কাছে তির জীবন সংগ্রামের কথা জানালেন। যে শোনার পর রীতিমতো চোখে জল চলে আসে সকলের। অভিনেত্রী বলেছেন, সম্প্রতি তার মা খুব অসুস্থ ছিলেন। তাকে বাঁচানোর জন্য প্রতিমাসে এক বিপুল পরিমাণ অর্থ খরচ এর সঙ্গে সঙ্গে প্রচুর লড়াই করতে হয়েছে। কিন্তু শেষ মেষ তিনি তার মাকে বাঁচিয়ে রাখতে পারেননি। এমনকি এই মুহূর্তে তার এমন দুরবস্থা যে তার হাতে কোনও কাজ নেই। তার এই মুহূর্তে বলতে গেলে স্বামী ও তার একমাত্র পোষ্য ছাড়া আর কিছুই নেই। স্বাভাবিক ভাবেই এই কথা সামনে আসার পর চোখ জল চলে আসে মঞ্চে উপস্থিত সকলের। এমনকি আবেগে নিমজ্জিত হয়ে ওঠেন অভিনেত্রী নিজেও।




Leave a Reply

Back to top button