বর্ষীয়ান টলি অভিনেত্রীর হুবহু নকল করলেন রুকমা রায়, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

মন্টি শীল, কলকাতা : বর্তমানে টেলিভিশন জগতে ধারাবাহিক এর সঙ্গে সঙ্গে জনপ্রিয় একাধিক রিয়ালিটি শো। সম্প্রতি এই রিয়ালিটি শো টেলিভিশন দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই শো গুলির মূলত বিষয় হল, এই ভিন্ন রকমে রিয়ালিটি শো গুলি তে ভিন্ন রকমের ফ্লেওয়ার থাকে। আর তার থেকেও মজাদার বিষয় হল এই রিয়ালিটি শো গুলিতে বিভিন্ন রকমের রাউন্ডের এর সঙ্গে সঙ্গে থাকে একঝাক তারকাদের মেলা। যার জন্য এই রিয়ালিটি শো দর্শকদের মনে এক বিরাট অংশ জুড়ে রয়েছে।

টেলিভিশনে পর্দায় সম্প্রচারিত এই রিয়ালিটি শো গুলির মধ্যে একটি অন্যতম নাম হল দিদি নাম্বার ১। সেই শো এর এক বিশেষ তারকা এপিসোডে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সম্প্রতি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকের অভিনেত্রী রুকমা রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন এই ধারাবাহিক এর সঙ্গে যুক্ত একাধিক তারকারা। অভিনেত্রী রুকমা রায় বাংলা ধারাবাহিক ‘কিরণমালা’ ধারাবাহিক থেকে টেলিভিশনের পর্দায় প্রবেশ করেছেন। তার অভিনিত ধারাবাহিক ‘দেশের মাটি’ বাংলার সকল ধারাবাহিক প্রেমিদের কাছে জনপ্রিয় হয়েছিল।

6c42

আরও পড়ুন ….বিপুল অর্থ ব্যয় করেও বাঁচাতে পারেননি মাকে! নিজের জীবন সংগ্রাম নিয়ে প্রকাশ্যে বললেন সোহিনী সান্যাল
আরও পড়ুন ….লালকুঠির রহস্য সমাধানের পর, তথাগত সহায়তায় ‘গোপনে মদ’ ছাড়বেন রুকমা

সম্প্রতি এই জনপ্রিয় তারকা অভিনেত্রী ফের একবার টেলিভিশনের ছোট পর্দার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করছেন। ইদানিং কালে তার অভিনিত ধারাবাহিক ‘লালকুঠি’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবেই এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয়ের সঙ্গে সঙ্গে একজন ভালো গায়িকাও বটে। এই দিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী রুকমা সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’র একটি জনপ্রিয় গান ‘ও আন্তাভা’ গানটি গেয়ে শোনালেন। যার পর স্বাভাবিক ভাবেই অবাক মঞ্চে দাঁড়িয়ে থাকা অন্যান্য কলাকুশলীরা।


আরও পড়ুন ….জিলিপির থেকেও প্যাঁচালো ঋতুপর্ণা, খরাজের বিষ্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

তবে এতো গেল শুধু মাত্র গান এবং অভিনয়। আসল টুইস্টতো এখনও পর্যন্ত দর্শকদের জন্য অপেক্ষা করছিল। এইদিন দিদি নাম্বার ১- এর মঞ্চে অভিনেত্রীর সেই লুকিয়ে থাকা প্রতিভারও বহিপ্রকাশ ঘটল। অভিনেত্রী রুকমা এইদিন উপস্থিত সকল কলাকুশলী এবং সঞ্চালিকা রচনা ব্যানার্জির সামনে হুবহু অনুকরণ করে দেখালেন টলিউডের আরও এক বর্ষীয়ান অভিনেতা অনামিকা সাহার। অভিনেত্রীর এই দেখার পর রীতিমতো হতবাক সঞ্চালিকা রচনা ব্যানার্জি এবং অন্যান্য কলাকুশলীরাও। শুধু তাই নয় প্রসংশার বন্যা বইল সোশ্যাল মিডিয়াতেও। অভিনেত্রীর এই রকম অসাধারণ প্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। তার এই লুকিয়ে থাকা প্রতিভার প্রশংসা করেছেন সকল নেটপাড়ার বাসিন্দারা।




Leave a Reply

Back to top button