বাদামের গানেই বাজার গরম! লাখ টাকা কামিয়ে এখন নতুন বাড়ি তৈরি বাদাম কাকুর

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম ভাবে জনপ্রিয়। জনপ্রিয় তার প্রতিভা, তার গান, তার শিল্প কলার জন্য। প্রায় প্রতিটা নেটপাড়ার বাসিন্দাদের মুখে আজ এই ভাইরাল সেনসেশনের নাম উচ্চারিত। বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে, ইনি হলেন ভূবন বাদ্যকার ওরফে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় বাদামকাকু। বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভূবন বাদ্যকার গান গেয়ে বাদাম বিক্রি করতেন। আর সেই বাদাম বিক্রির গান একদিন জগতজোড়া খ্যাতি অর্জন করল।
নেটপাড়ায় এই মুহূর্তে প্রচুর গান রয়েছে কিন্তু তার এই কাঁচাবাদাম গান রীতিমতো ট্রেন্ডিং। তার এই গান শুধু আমাদের রাজ্য বা দেশের মধ্যেই নয়। এই গান সোশ্যাল মিডিয়ার দৌলতে পাড়ি দিয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে। যদিও এই খ্যাতির মধ্যেই সম্প্রতি বাদাম কাকুকে দেখা গিয়েছিল রেকর্ডিং স্টুডিওতে। সেখানে বাংলাদেশের আরও এক জনপ্রিয় ভাইরাল সেনসেশন হিরো আলমের সঙ্গে একটি গানে গলা মিলিয়েছেন বাদাম কাকু ওরফে ভূবন বাদ্যকার। যা এই মুহূর্তে নেটপাড়ায় বেশ জনপ্রিয়।
আরও পড়ুন ….ন্যাকামিই ভালোবাসে বাঙালি! ‘গাঁটছড়া’, ‘মিঠাই’কে টেক্কা দিয়ে TRP লিস্টে প্রথম এই ধারাবাহিক, হতাশ দর্শকেরা
আরও পড়ুন ….বর্ষীয়ান টলি অভিনেত্রীর হুবহু নকল করলেন রুকমা রায়, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
কিন্তু শুধু মাত্র রেকর্ডং এই সীমাবদ্ধ নয় সকলের প্রিয় বাদাম কাকু, জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল সেনসেশন ইতিমধ্যেই জনসমক্ষে একাধিক লাইভ স্টেজ শো ও করেছেন। অতএব বোঝাই যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ার আর্শীবাদে একজন বাদাম বিক্রেতার রীতিমতো কপাল ফিরে এসেছে। কিন্তু আরও একটি চমক রয়েছে যা শোনার পর রীতিমতো কপালে হাত পড়ে যাবে আপনার। সোশ্যাল মিডিয়ার বাদামকাকু ওরফে ভূবন বাদ্যকার তার উপার্জিত অর্থ দিয়ে বানাচ্ছেন তার নিজের স্বপ্নের বাড়ি। অবাক হলেন! কিন্তু এটাই সত্যি।
আরও পড়ুন ….বিপুল অর্থ ব্যয় করেও বাঁচাতে পারেননি মাকে! নিজের জীবন সংগ্রাম নিয়ে প্রকাশ্যে বললেন সোহিনী সান্যাল
জানা গিয়েছে, ভূবন বাদ্যকার তার গাওয়া গান ‘কাঁচা বাদাম’ এর স্বত্ব বিক্রি করে আয় করেছেন ৩ লক্ষ্য টাকা। সেই উপার্জিত অর্থ দিয়েই তিনি বানাচ্ছেন তার নিজের স্বপ্নের বাড়ি। এক্কেবারে ইট কাঠ পাথর দিয়ে বানাচ্ছেন তার নিজের স্বপ্নের দোতলা বাড়ি। আর এই খবর সামনে আসার পর এক ইন্টিরিয়র ডিজাইনার স্বইচ্ছায় এগিয়ে এসেছেন এই ভাইরাল শিল্পীর ঘর সাজিয়ে তুলতে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তার বাড়ির কাজ অনেকটাই এগিয়ে এসেছে এবং শিল্পী তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করেছেন। এর আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল শিল্পী ভূবন বাদ্যকারের গাড়ি কেনার খবর, এইবার তার নতুন বাড়ি তৈরির খবর যে ফের একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা আর বলতে বাকি থাকে না।