একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদনের ক্ষেত্রে ধারাবাহিক এর সঙ্গে সঙ্গে রিয়ালিটি শো টেলিভিশনের দুনিয়ায় এক অন্য মাত্রা এনে দিয়েছে। আর বাংলা টেলিভিশনের দর্শকদের কাছেও এই রিয়ালিটি শো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূলত কারণ একটাই, এই রিয়ালিটি শো গুলি তে বিভিন্ন রকমের ফ্লেওয়ারের সঙ্গে সঙ্গে থাকে বিভিন্ন রকমের মজাদার বিষয়। যার জন্য এই রিয়ালিটি শো দর্শকদের বিনোদনের এক অন্যতম মাধ্যম। আর এই বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যমকে আরও জনপ্রিয় করেছে, জি বাংলা সম্প্রচারিত জনপ্রিয় বাংলা রিয়ালিটি শো ‘দাদাগিরি সিজন ৯’।
তবে দাদাগিরির তো বিখ্যাত শো তা যেমন বলতে বাকি রাখেনা, তেমনি তার অপর দিকে এই রিয়ালিটি শো টা জনপ্রিয় হয়েছে সঞ্চালক তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনার জন্য। দর্শকরা শো এর বিভিন্ন মজাদার রাউন্ডের সঙ্গে সঙ্গে তাঁর সঞ্চালনাকেও বেশ পছন্দ করছে। কিন্তু শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই ধারাবাহিক ‘দাদাগিরি সিজন ৯’। আর এই শেষ এপিসোড সম্প্রচারের আগে টেলিভিশনের পর্দায় এক নতুন চমক নিয়ে হাজির হল মহারাজের দাদাগিরি।
আরও পড়ুন ….বাদামের গানেই বাজার গরম! লাখ টাকা কামিয়ে এখন নতুন বাড়ি তৈরি বাদাম কাকুর
আরও পড়ুন ….ন্যাকামিই ভালোবাসে বাঙালি! ‘গাঁটছড়া’, ‘মিঠাই’কে টেক্কা দিয়ে TRP লিস্টে প্রথম এই ধারাবাহিক, হতাশ দর্শকেরা
সাধারণত, রিয়ালিটি শো মানেই হল একঝাঁক চমকে পরিপূর্ণ। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন জগতের এক ঝাঁক তারকা দের। তবে এই ট্রাডিশন ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে দাদাগিরি। প্রায় প্রতিটি এপিসোডেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা এসেছেন টেলিভিশনের এই জনপ্রিয় কুইজ শোতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, এইবার দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন এক ঝাঁক কনটেন্ট ক্রিয়েটার।
আরও পড়ুন ….বর্ষীয়ান টলি অভিনেত্রীর হুবহু নকল করলেন রুকমা রায়, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
সম্প্রতি এই এপিসোডে অংশগ্রহণকারী একাধিক কনটেন্ট ক্রিয়েটার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাদাগিরি মঞ্চের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এখানেই শেষ নয় দাদাগিরির মঞ্চে মহারাজের সঙ্গে শোতে অংশ নিতে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার, ইউথ আইকন বং গাই ওরফে কিরন দত্ত। সম্প্রতি তিনিও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মঞ্চের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, দাদাগিরির এই বিশেষ এপিসোডে দেখা যেতে পারে জনপ্রিয় বলিউড অভিনেত্রী তথা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকেও। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কিন্তু টেলিভিশনের পর্দায় এই বিশেষ এপিসোডের সম্প্রচার হবে তার জন্য আগ্রহের সঙ্গে বসে রয়েছেন দর্শক মহল।