৫০ বছর ধরে বক্স-অফিস কাঁপাচ্ছে বলিউডের এই ৫ সিনেমা, মুনাফায় টক্কর দিতে পারবে না দক্ষিণী ছবিও

প্রত্যুষা সরকার, কলকাতা: কয়েক মাস ধরেই সিনেমা বলতেই উঠে আসছে দক্ষিণী ছবির নাম। ইদানিং দক্ষিণী ছবির জন্য একটু চাপেই আছে বলিউড ( Evergreen Five Movies/। তবে আগে একটা সময় ছিল যেখানে ভারতীয় সিনেমা বলতেই কেমল বলিউড কেই বঝাত। তবে সময়ের সাথে সাথে বদলেছে বলিউড ছবির কাহিনি ও কালেকশান, বেশির ভাগ বলিউডের ছবির কাহিনি আখন আসে দক্ষিণী ছবি গুলি থেকে। এক সময় সালমান খান, শাহরুক খান, আমিতাভ বাচ্চান, দিলীপ কুমারই বলিউডকে কাঁপিয়ে রেখে ছিলেন ( Evergreen Five Movies)।

সেই সময় ছিল বলিউডের সোনার সময়। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন বলিউডকে। এই ছবি গুলির মধ্যেই লুকিয়ে আছে সেই গোল্ডেন ছবি গুলি ( Evergreen Five Movies )। যেগুলি দশকের পর দশক কেটে যাওরার পরও একই ভাবে দর্শকদের মনের ভালবাসার জায়গা করে নিয়েছে। বার বার দেখলেও পুরনো হয় না কখনো। চুলুন জেনে নেওয়া যাক এরকমই পাঁচটি সিনেমার নাম, যেগুলি বছরের পর বছর দেখলেও আবার দেখতে ইচ্ছা করে।

img 20220507 215313

শোলে

বলিউডের একটি এভারগ্রিন ছবি শোলে। এই ছবি থেকেই জয় আর বীরুর বন্ধুত্ব জনপ্রিয় হয়েছিল। অমিতাভ বচ্চন, ধার্মেন্দ্রের সাথে একের পর এক নাম করা অভিনেতাদের অভিনয় এখন মুগ্ধ করে দর্শকদের। ছবির স্টার কাস্ট, অ্যাকশান, স্ট্যেন্ড ইত্যাদি দিয়ে টানা ৫ বছর সিনেমা হলে চলেছিলা এই ছবি। পপুলারিটির কারনে ২০১৪ সালে আবারও থ্রিডি ফরম্যাটে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবির বেশ কিছু ডায়ালগ এখন আগের মতই জনপ্রিয়।

img 20220507 215640

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুক খান এবং কাজলের জুটি জনপ্রিয় হয়েছিল এই ছবির পর। ১৯৯৫ সালে মুখতি পাওয়া এই ছবি। তার পর থেকে এখন দর্শকদের মনের মধ্যে এক আলাদা জায়গা করে নিয়েছে এই ছবি। রাজ, শিমরানের রোমেন্টি দৃশ্য এবং এই ছবির গান গুল একেবারব অনবরত। মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে ২৬ বছররের বেশি সময় ধরে চলে ছিল। সিনেমাপ্রেমী দর্শক অন্তত একবার হলেও ছবিটি দেখেছেন সকলে।

img 20220507 215408

মুগল-এ-আজাম

সত্তরের দশকে ভারতীয় সিনেমার একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছিল সেলিম আনারকলি প্রেমের কাহিনি। বলিউডের যে ছবিগুলি বক্সঅফিসে বহুদিন ধরে চলেছিল সেগুলির মধ্যে দিলীপ কুমার এবং মধুবালা অভিনীত মুঘল-ই-আজম এক অন্যতম জনপ্রিয় সিনেমা। দর্শকদের মধ্যে এখনও এভারগ্রীন হয়ে আছে এই সিনেমা। মুক্তির পর প্রায় তিন বছর বক্সঅফিস কাঁপিয়েছিল এই সিনেমা। এই সিনেমার গান এবং অভিনয়ে এখনো মানুষের মনে দাগ কেটে যায়।

বরসাত

প্রায় দু’বছর ধরে বক্স-অফিস কাঁপিয়েছিল রাজ কাপুর এবং নার্গিস অভিনীত বরসাত। কারণ পঞ্চাশের দশকে সেই সময়কার সবথেকে বড় এবং জনপ্রিয় জুটি ছিল রাজ কাপুর এবং নার্গিসের জুটি। সেই সময় একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তাঁরা যার মধ্যে বিখ্যাত একটি ছবি হল বরসাত।

আরও পড়ুন – মাতৃত্বের স্বাদে শয়তানি ছেড়ে সুপথে ‛জলনুপূর’ খ্যাত স্নেহা, আবার নতুন রূপে পর্দায় অভিনেত্রী

ম্যানে পেয়ার কিয়া

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো আরো একটি রোমান্টিক ছবির নাম ‘ম্যানে পেয়ার কিয়া’। ছবিতে সালমান খান ভাগ্যশ্রীর অভিনয় মন কারে সিনেমা প্রেমিদের। এই ছবির হাত ধরেই বলিউডের প্রথম পাঁচ নায়কের মধ্যে উঠে আসেন সালমান খান। বক্স-অফিসে প্রায় ১০০ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে ছিল এই সিনেমা।

আরও পড়ুন – প্রাক্তন জ্বলাতেই কি সাত পাকে? রালিয়ার বিয়ের পরই রোম্যান্সে মত্ত ভিকি-ক্যাট




Leave a Reply

Back to top button