‘আমার শরীর নিখুঁত নয়, দাগ-চিহ্নে ভরা’, স্যোশাল মিডিয়ায় মাতৃত্বের অনুভূতি প্রকাশ স্বস্তিকার

অহেলিকা দও, কলকাতা : আজ মাতৃ দিবস ( Mother’s day )। মায়েদের দিন। তাই সমস্ত ছেলে মেয়েদের মায়ের সাথে ছবির বন্যা বয়ে গেছে স্যোশাল মিডিয়ায়। কেউ শেয়ার করেছে মায়ের কষ্টের কথা আবার কেউ শেয়ার করেছে ভালোবাসা খুনসুটির কথা। তবে এবার একটু অন্যরকম পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ( Swastika Mukherjee )। বরাবরই সবকিছু নিয়ে একটু খোলাখুলিভাবে কথা বলেন তিনি। তাঁর কথার প্রতি আকর্ষিত হন সমস্ত দর্শকগণ। মা হওয়ার পর মেয়েদের শরীরে যে সমস্ত বদল আসে তা নিয়ে খোলাখুলি ভাবে কথা বলেছেন স্বস্তিকা ( Swastika Mukherjee )। এ দিন নেটমাধ্যমে পোস্ট করে সেই সকল মায়েদের সেলাম ঠুকেছেন অভিনেত্রী, যারা গায়ে স্ট্রেচ মার্ক, খুঁত শরীর নিয়েও মা হওয়াটা শ্রেষ্ট পাওনা বলে মনে করেন।

swastika mukherjee

এ দিন সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করে স্বস্তিকা ( Swastika Mukherjee ) লিখেছেন, “এক শিশুকে আমার মধ্যে লালন করি। আমি একটা বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছি। বমি, তাঁর মলত্যাগ সবকিছু সামলে রাতের পর রাত চেয়ারে বসে জেগে কাটিয়েছি। আমার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা। কিন্তু আমি যখন আয়নাযর দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই, এর চেয়ে বড় সম্মান বা আশীর্বাদ আর কিছু নেই।”

ছবি দুটি প্রতীকী। কোনও এক মায়ের ছবি, মাতৃত্বের ছবি। যে ছবির মধ্যে লুকিয়ে রয়েছে মা হওয়ার কষ্ট, অথচ অদ্ভুত এক অনুভূতি। সে ছবির মধ্যে স্বস্তিকা ( Swastika Mukherjee ) খুঁজে পান নিজেকে। মিল খুঁজে পান বহু বছর আগের সেই সব দিনের কথা যখন চেয়ারে বসে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তাকে শুধুমাত্র আগত সন্তানের কথা ভেবে।

 

swastika mukherjee

অভিনেত্রী ( Swastika Mukherjee ) যে ছবি দুটি পোস্ট করেছেন তার সঙ্গে নিজের মিল খুঁজে পান বলে জানিয়েছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে অন্বেষা। মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। ২০০৭ সালে প্রমিত সেনের সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে একা হাতে মানুষ করছেন স্বস্তিকা। তাই মেয়ে অন্বেষার কাছে স্বস্তিকাই তাঁর মা এবং বাবা।




Leave a Reply

Back to top button