একি হাল সারা আলী খানের! রাস্তায় ছেলে ধরে সেলফি তুলে টাকা চাইছেন অভিনেত্রী, দেখুন ভিডিও

মন্টি শীল, কলকাতা : তারকা সন্তান, সম্প্রতি বলিউডে নামজাদা অভিনেতা ও অভিনেত্রীদের থেকে অনুরাগীদের কাছে বেশী জনপ্রিয় তাদের তারকা সন্তানরা। বলি পাড়ায় যার তালিকা সুবিশাল। তবে অনুরাগী তথা সোশ্যাল মিডিয়াতে এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেন, আরিয়ান খান, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, রণবীর কাপুর এবং অবশ্যই অভিনেত্রী সারা আলি খান। অভিনেতা শইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা হলেন অভিনেত্রী সারা আলি খান।
বলিউডের এই জনপ্রিয় তারকা সন্তান তথা অভিনেত্রী প্রয়াত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর বিপরীতে অভিনিত সিনেমা ‘কেদারনাথ’ সিনেমা থেকে অভিনয় জগতে প্রবেশ করছেন। বড় পর্দায় এই সিনেমা মুক্তি পাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। নিজের কঠোর পরিশ্রম এবং অভিনয়ের দৌলতে অনুরাগীদের মনে এক বিশেষ জায়গা করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। তবে নেটপাড়া এই অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখার পর রীতিমতো হতবাক তার অনুরাগী মহল থেকে নেটিজেন সকলেই।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
আরও পড়ুন ….গর্ভবতী হওয়া সত্তেও চালিয়ে গিয়েছিলেন শ্যুটিং! ড্রিমগার্লের কাজের প্রতি এরকম নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়
আরও পড়ুন ….কমলা অন্তর্বাসে লাস্যময়ী নুসরত! ছবি দেখে বসিরহাটের কলঙ্ক বলে কটাক্ষ নেটিজেনদের
কিন্তু এমন কী হল যার দরুন আলোচনার কারণ হয়ে দাঁড়াল এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও মারফত জানা গিয়েছে, এক অচেনা ব্যক্তির সঙ্গে সেলফি তোলা এবং তার বাইকে বসার জন্য কয়েক হাজার টাকার পারিশ্রমিক দাবি করলেন অভিনেত্রী। এরপরে ই আলোচনা শুরু হয় যে, শুধু মাত্র কিছু টাকার বিনিময়ে এমন একটা কাজ করলেন অভিনেত্রী। তবে জানা গিয়েছে, অভিনেত্রী সারা আলি খান নিজের ইচ্ছার বশে কিছু করেননি। এই ঘটনা ছিল পুরোটাই স্ক্রিপ্টের ডিমান্ড।
আরও পড়ুন ….‘সিঙ্গেল মাদার’ হয়েই কেটে গেল অর্ধেক জীবন, জেনে নিন বলিউডের সিঙ্গেল মায়েদের তালিকা
টেলিভিশনের এক জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্যা খাতরা খাতরা খাতরা শো’ এর এক বিশেষ তারকা এপিসোডে অভিনেত্রী সারা আলি খান বলিউডের জনপ্রিয় পরিচালিকা তথা প্রযোজক ফারহা খান এর তরফ থেকে এই অর্থ পেয়েছিলেন। টেলিভিশন জগতের একজন বিশিষ্ট জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংহের উপস্থিতে এই শো এর এক বিশেষ মজার সিকোয়েন্স শ্যুট করার জন্য রাস্তায় বেরিয়েছিলেন অভিনেত্রী। শো এর স্কিপ্ট এর অনুযায়ী এক অচেনা ব্যক্তির সঙ্গে সেলফি তোলা এবং বাইকে বসতে হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি এই অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরঙ্গি রে’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এরপর পর তার আসন্ন সিনেমা ‘লুক্কা চুপি ২’ এবং ‘গ্যাসলাইট’ বক্স অফিসে মুক্তি পাওয়ার আগে এই ভিডিও যে অভিনেত্রীকে নিয়ে আলোচনায় বাড়তি জায়গা দেবে তা আর বলতে বাকি থাকে না।