‘কৃষ্ণকলি’ শেষ হয়েছে অনেক আগেই, কি করছেন শ্যামা অভিনেত্রী তিয়াশা, রইল তারই এক ঝলক

প্রত্যুষা সরকার, কলকাতা: সন্ধ্যা হলেই টিভির পর্দায় প্রিয় কৃষ্ণকলিকে ( Krishnakali ) দেখার জন্য সব কাজ সেরে বসে পরত বাড়ির বড়োরা। কৃষ্ণকলির শ্যামা খুবই প্রিয় ছিল ধারাবাহিক প্রিয় মানুষদের। কিন্তু কিছুদিন আগেই শেষ হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিকটি। ধারাবাহিকের নায়ক নিখিল অর্থাৎ অভিনেতা ( Tiyasha Roy ) নীলকে ধারাবাহিকটি ( Serial ) শেষ হওয়ার পর দেখা যাচ্ছে অন্য ধারাবাহিকে৷ তবে শ্যামা ওরফে তিয়াশা রায় এখন কী করছেন? কোথায় আছেন এখন তিনি? এমন নানান প্রশ্ন জাগছে ভক্তদের মনে।

শেষ হয়েছে কৃষ্ণকলি। ধারাবাহিকের বাকি সদস্যদের অন্য ধারাবাহিকে দেখা গেলেও টিভির পর্দাতে দেখা নেই শ্যামার, তাহলে কোথায় তিয়াশা ( Tiyasha Roy )? কৃষ্ণকলির জনপ্রিয় এই অভিনেত্রী এখন ঘুরে বেড়াচ্ছেন কলকাতা শহরের আনাচে কানাচে৷ স্বাদ নিচ্ছেন হরেক রকম পদের! নেই কোনও ডায়েট চার্ট, নেই কোনও ফিগারের চিন্তা। নিজের ইচ্ছে মতোই কামড় বসাচ্ছেন লোভনীয় সব মিষ্টিতে৷

img 20220509 200700

কৃষ্ণকলি সিরিয়াল থেকে রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তিয়াশা রায় ( Tiyasha Roy )। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই ধারাবাহিক থেকে৷ টানা ৪ বছর ধরে চলা এই ধারাবাহিক সবসময় ছিল সুপারহিট৷ এই ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল তিয়াশাকে৷ সেখান থেকেই সবার মনের অনেক কাছে পৌঁছে গেছেন অভিনেত্রী। দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Tiyasha lepcha (@tiyasharoyofficial)

শেষ হয়েছে সিরিয়াল। এখন নিজের জন্য কিছুটা সময় পেয়েছেন তিয়াশা ( Tiyasha Roy )। তিনি এখন ব্যস্ত তবে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। ধারাবাহিক শেষ হওয়ার পর শুরু করেছিলেন নিজের যেখানে ট্র্যাভেল, ফুড ইউটিউব চ্যানেল। অর্থাৎ তাঁর কাজ এখন ঘুরে বেড়ানো এবং খাওয়া-দাওয়া শ্যুট করা। আর তাঁর জন্যই কলকাতার বিভিন্ন জায়গায় নানা পদের সম্ভারই তাঁর ঘোরার স্থান৷ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ও খাবারের খোঁজও দিচ্ছেন কৃষ্ণকলি৷

আরও পড়ুন – ৩ ছাত্রের সঙ্গে গ্রুপ সেক্সে মত্ত স্কুল শিক্ষিকা, তীব্র বিতর্ক শিক্ষামহলে

ইউটিউব চ্যানেল নিয়ে তিনি বলেন, ‘আমি যেহেতু খেতে-ঘুরতে ভালবাসি, তাই সেই ধরণের ভিডিও তুলে আনব সকলের জন্য৷ সিরিয়ালের চাপে আগে সময় পাইনি৷ এখন কিছুটা খালি সময় এই ভিডিও বানাচ্ছি৷ নিজের ইউটিউব লঞ্চ করার ইচ্ছে আগে থেকেই ছিল, যা শেষ পর্যন্ত করতে পারলাম৷’ এতদিন শ্যামার সাজে তিয়াশাকে ( Tiyasha Roy ) দেখে অভ্যস্ত সকলে। তাঁর ইউটিউবের ভিডিওগুলিতে তাঁকে একেবার অন্য রকম দেখতে লাগছে। তবে দেখার তিনি নিজের সময় বার করে কতদিন চালিয়ে যেতে পারবেন তাঁর এই ভিডিও। কারণ খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অন্য একটি সিরিয়ালে৷

আরও পড়ুন – রামকে নিয়ে রসিকতাই খুলল ভাগ্যের দরজা, মুনাওয়ার ফারুকি হয়ে গেলেন লাখপতি




Leave a Reply

Back to top button