ছবির ছোট্ট এই মেয়েই আজ কাঁপাচ্ছে টেলিভিশনের পর্দা, দেখুন তো অভিনেত্রীকে চিনতে পারেন কি না!

প্রত্যুষা সরকার, কলকাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া ( Gantchhara )। শুরু থেকেই টি আর পি লিস্টের শীর্ষস্থান ছিল গাঁটছড়ার দখলে। যদিও গত কয়েক সপ্তাহে টি আর পি রেটে একটু পিছিয়ে গিয়েছে এই ধারাবাহিক। তবে টি আর পি কমে গেলেও কমেনি জনপ্রিয়তা। ধারাবাহিকের প্রতিটি চরিত্র সবার কাছে খুবই প্রিয়। তবে সামনে আসেছে এই ধারাবাহিকেরই একটি দুষ্টু মিষ্টি অভিনেত্রীর ( Gantchhara Actress Childhood Pictures ) ছবি। দেখুনতো চিনতে পারছেন কি না?
সম্প্রতি গাঁটছড়ার দুষ্টু মিষ্টি এক অভিনেত্রীর ছোট বেলার ছবি উঠে এসেছে তাঁর সোশ্যাল সাইট থেকে। একটু ভালো করে লক্ষ্য করলেই হয়তো চিনলেও চিনতে পারেন ছবির সেই ছোট্ট মেয়েটি এখন কোন অভিনেত্রী। শুধু গাঁটছড়া ( Gantchhara Actress Childhood Pictures ) নয় এর আগেও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ধারাবাহিকের সাথে সাথে বিভিন্ন সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এখনও বুঝতে পারেননি কে এই অভিনেত্রী।
আচ্ছা আর সাসপেন্স রাখছি না। এত চিন্তারও কিছু নেই। ছবিতে যে ছোট্ট বাচ্ছাটি দেখা যাচ্ছে সেটি আসলে গাঁটছড়া ধারাবাহিকের খড়ির দিদি দ্যুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল সাইট থেকে উঠে এসেছে এছবি ( Gantchhara Actress Childhood Pictures )। এদিন আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্রীমা। আর সেই ছবি গুলিতেই ফ্রেমে কখনো ভাই, আবার কখনো মা আবার কখনো পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট দ্যুতিকে।
View this post on Instagram
তাঁর নিজের অফিসিয়াল সোশ্যাল সাইটে ছবি গুলি শেয়ার করে অভিনেত্রী কেপশানে মজা করে লিখেছেন, ‘ সোজা কথায় ! জয় মাতা দি মাতৃ দিবসের শুভ তিথিতে মায়ের আরাধনা বাধ্যতামূলক,তাই এই বিশেষ আয়োজন! দস্যি মেয়ের দস্যি পনা থামাতে হয়নি তিনি ক্লান্ত!বাঁদরামি থামাতে এই রমনী জানত। শত কোটি প্রণাম মাগো তোমার চরণ তলে ভাইএর সাথে ঝামেলা হলে থেকেও আমার দলে। জয় মাতাদি। পরিশেষে, ‘ভালোবাসায় সম্পূর্ন করেছো আমায় শ্রী মা ,শ্রীমা।’ পর্দার দ্যুতি ( Gantchhara Actress Childhood Pictures ) বাস্তবেও যে কতটা দস্যি তা বার বার প্রমান হয়েছে অফস্ক্রিনের পর্দায়। এদিন এর অভিনেত্রীর এই পোস্ট দেখে হেসে লুটোপুটি যাচ্ছেন নেটিজেনরা।
আরও পড়ুন – ‘কৃষ্ণকলি’ শেষ হয়েছে অনেক আগেই, কি করছেন শ্যামা অভিনেত্রী তিয়াশা, রইল তারই এক ঝলক
আরও পড়ুন – ৩ ছাত্রের সঙ্গে গ্রুপ সেক্সে মত্ত স্কুল শিক্ষিকা, তীব্র বিতর্ক শিক্ষামহলে